ভারতে মুক্তি পাচ্ছে ‘হাওয়া’

, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা ২৪.কম | 2023-08-30 06:11:33

মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ বছরের জুলাই মাসের শেষে মুক্তি পেয়েছিল বাংলাদেশে। দমকা ‘হাওয়া’ ঝড় তুলেছিল বাংলাদেশে। 

মুক্তির আগে থেকেই গানে গানে আলোচিত এই সিনেমা এখন প্রেক্ষাগৃহগুলোতে হাউজফুল যাচ্ছে। পাশাপাশি বিক্রি হচ্ছে অগ্রিম টিকিটও। সেই সফলতার পর এখন দেশের বাইরে মুক্তি পাচ্ছে ‘হাওয়া’।

এবার বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারতে। এ খবর জানিয়েছে ছবিটির পরিবেশক সংস্থা ‘রিলায়্যান্স’।


সামাজিক যোগাযোগমাধ্যমে রিলায়্যান্স জানিয়েছে, বাংলাদেশের এ বছরের ব্যবসাসফল চলচ্চিত্র ‘হাওয়া’ ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার) অংশ নিতে যাচ্ছে। ছবিটি ১৬ ডিসেম্বর মুক্তি পাচ্ছে কলকাতাসহ পশ্চিমবঙ্গে। এরপর ৩০ ডিসেম্বর গোটা ভারতে মুক্তি পাবে চলচ্চিত্রটি।

‘হাওয়া’ নিয়ে আগ্রহ আগে থেকেই ছিল পশ্চিমবঙ্গের দর্শকের। কলকাতার নন্দনে প্রদর্শনের মাধ্যমে এ আগ্রহ যেন তুঙ্গে ওঠে। চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে সেখানে সিনেমাটি প্রদর্শন করা হয়। ছবিটি দেখতে ভিড় জমিয়েছিল কলকাতাবাসী। সে সময় যারা বিভিন্ন কারণে সিনেমাটি দেখতে পারেননি, তারা ক্ষোভও প্রকাশ করেছিলেন। ছবিটির মুক্তির খবর তাদের কাছে যেন সুসংবাদ হয়ে ধরা দিচ্ছে।

তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস।


চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সংগীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সংগীত আয়োজন করেছেন ইমন চৌধুরী।

মাঝ সাগরে নানা ঘটনার ঘাত-প্রতিঘাতে গন্তব্যহীন হয়ে পড়া একটি মাছ ধরা ট্রলারের আট মাঝি-মাল্লা এবং এক রহস্যময়ী বেদেনীকে ঘিরে চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে। নানা অপ্রত্যাশিত ঘটনায় ঘুরতে থাকে গল্প, যা দর্শকদের মনোযোগ ধরে রাখে শেষ অবধি।

এ সম্পর্কিত আরও খবর