নতুন বছরে কেয়ার ‘কথা দিলাম’

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা ২৪.কম | 2023-08-31 17:45:49

আর কয়েকদিন পর আসছে নতুন বছর ২০২৩ সাল। আর এই নতুন বছরে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন চিত্রনায়িকা সাবিরনা সুলতানা কেয়া। সম্প্রতি তাঁর অভিনীত ‘কথা দিলাম’ নামের একটি সিনেমার মুক্তির তারিখ ঠিক করা হয়েছে। ২০২৩ সালের ২৭ জানুয়ারি সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

রাকিবুল আলম রাকিবের পরিচালনায় এ সিনেমাটি প্রযোজনা করেছেন জসিম উদ্দিন আকাশ। এরই মধ্যে এ সিনেমার প্রচারণাও শুরু হয়েছে। নতুন এ সিনেমা প্রসঙ্গে সাবরিনা সুলতানা কেয়া জানান, গতানুগতিকের বাইরের কাহিনী নিয়ে তৈরী হয়েছে এই সিনেমা। এর আগে এমন চরিত্রে অভিনয় করিনি। শুটিংয়ের সময়ও কোনো কিছুর ঘাটতি ছিল না। আমার বিশ্বাস, নতুন এই সিনেমা দর্শকরা পছন্দ করবেন।


ছবিতে আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, জ্যাকি আলমগীর, পরাগ বিশ্বাস, কাজল, শেখ স্বপ্না, শাইলা, হাসিমন, সুচনা শিকদার, জাহিদ ইসলাম, তাহমিনা মনা প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর