বরেণ্য চলচ্চিত্রকার আমজাদ হোসেন আর নেই

সিনেমা, বিনোদন

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪ | 2023-08-22 23:13:31

বরেণ্য চলচ্চিত্রকার আমজাদ হোসেন আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৮ মিনিটে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

আমজাদ হোসেন দীর্ঘদিন অসুস্থ ছিলেন। উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অার্থিক সহায়তায় কিছুদিন আগে তাঁকে ব্যাংকক পাঠানো হয়েছিল।

বিশিষ্ট অভিনেতা, লেখক, চলচ্চিত্রকার আমজাদ হোসেন ১৯৬১ সালে ‘তোমার আমার’ চলচ্চিত্র দিয়ে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন। পরবর্তীতে চিত্রনাট্য রচনা ও পরিচালনায় মনোনিবেশ করেন।

১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ সিনেমা নির্মাণের মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটে তাঁর। ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘ভাত দে’, ‘জয়যাত্রা’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন আমজাদ হোসেন।

তিনি একাধারে শিশুসাহিত্যিক, চলচ্চিত্রের কাহিনীকার, ঔপন্যাসিক, চিত্রনাট্য রচয়িতা, পরিচালক, গীতিকার, অভিনেতা, প্রযোজক। কর্মজীবনে ১২টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ৬টি বাচসাস পুরস্কার অর্জন করেছেন বরেণ্য এ চলচ্চিত্রকার।

আমজাদ হোসেন স্ত্রী ও দুই পুত্র সন্তানকে রেখে গেছেন। 

 

এ সম্পর্কিত আরও খবর