ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে পারফর্ম করতে ঢাকা থেকে নিউইয়র্কে এসেছেন চিত্রনায়ক জায়েদ খান। রোববার (২৫ জুন) জ্যামাইকার একটি মিলনায়তনে ওই অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে দুয়োধ্বনির মুখে পড়েছেন আলোচিত এই অভিনেতা। শত শত দর্শকের ‘ভুয়া’ ধ্বনিতে একসময় মঞ্চ ছেড়ে যেতে বাধ্য হন জায়েদ খান।
অনুষ্ঠানসূচি অনুসারে রাত ৯টা ২৬ মিনিটে উপস্থাপক সাজু খাদেম পারফর্ম করার জন্য জায়েদের নাম ঘোষণা করেন। সঙ্গে সঙ্গে ‘ভুয়া, ভুয়া’ বলে চিৎকার শুরু হয়। নায়িকা প্রিয়মনিকে নিয়ে জায়েদ খান মঞ্চে ওঠার সময় ‘তোকে ভালোবাসতেই হবে’ শিরোনামে একটি গান বাজতে থাকে। সেসময় পারফর্ম করার বদলে তারা হাঁটাচলা করতে থাকলে মিলনায়তনভর্তি দর্শকের ‘ভুয়া ভুয়া’ চিৎকার আরও বেড়ে যায়।
তখন অনুষ্ঠানের আয়োজক সংগঠন শো–টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম মঞ্চে এসে দর্শকদের ‘অতিথিকে সম্মান দেখানোর’ কথা বলেও নিবৃত্ত করতে পারেননি।
ওই সময় জায়েদ খান মাইক্রোফোন হাতে নিয়ে বলেন, ‘আমি শেষ করে দিচ্ছি। আমার পারফরম্যান্স ছিল, কিন্তু রিহার্সেল ছিল না; তারপরও একটা গান গেয়ে নিচ্ছি প্রিয়মনিকে সঙ্গে করে।’ এরপর আরেকটি গান শুরু করলে দর্শকদের ‘ভুয়া ভুয়া’ চিৎকারে হট্টগোল তৈরি হয় মিলতনায়তনে। শেষমেষ মঞ্চ ত্যাগ করতে বাধ্য হন জায়েদ খান।
এ অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিয়েছেন জেমস, চঞ্চল চৌধুরী, তাহসান, মেহের আফরোজ শাওন, প্রতীক হাসান, জিয়াউল হক পলাশ, কেয়া পায়েল ও ব্যান্ড চিরকুট।