টাবু খাবার বানিয়ে আনতেন, আমরা মজা করে খেতাম: বাঁধন

, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-20 19:38:16

বিনোদন জগতের এক পরিচিত মুখ আজমেরী হক বাঁধন। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার পর তাঁকে দেখা গিয়েছিল ওপার বাংলার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ সিনেমায়। এই সিনেমার মধ্যে দিয়েই তিনি টালিউডে পা রাখেন। তবে এবার তিনি শুধু ঢালিউড আর টালিউডের সিনেমায়ই সীমাবদ্ধ নেই।  

সম্প্রতি তিনি বলিউড পরিচালক বিশাল ভরদ্বাজের ছবি ‘খুপিয়াতে’ কাজ করেছেন। ‘খুপিয়া’ সিনেমায় তাঁকে একজন বাংলাদেশি নারীর চরিত্রে দেখা যাবে। পর্দায় খুব বেশি সময় না থাকলেও ভীষণ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে বলেও জানা যায়। 

এ বছর ৫ অক্টোবর 'খুফিয়া' সিনেমাটি মুক্তি পাচ্ছে। গত সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মুক্তি পেয়েছে ‘খুপিয়া’ সিনেমার ট্রেইলার। ২ মিনিট ৩৯ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলারে ছিলো রহস্য, অ্যাকশন এবং রোমান্স। 

এই সিনামায় অভিনয় করতে গিয়ে সবার সাথেই তার ভালো সম্পর্ক গড়ে ওঠে। সিনেমাটিতে অভিনয় করা টাবুর সঙ্গে বন্ধুত্ব না হলেও বেশ কাছের সম্পর্ক তৈরি হয়েছে। টাবু তাদের জন্য খাবার বানিয়ে আনতেন এবং সকলে সেটা মজা করে খেতেন বলেও জানান এই অভিনেত্রী।

বাঁধন জানান, বাংলাদেশে আমাকে যারা পছন্দ করেন, আমার কাজ পছন্দ করেন, তাদের এটা নিয়ে আগ্রহ থাকবেই। তাই ট্রেলার দেখে তাদের উৎসাহ-উদ্দীপনা আছেই। ছবিটা দেখার পর এই ভালোলাগা আশাকরি বাড়বে। ট্রেলার দেখার পর যে প্রতিক্রিয়া বাংলাদেশে পেয়েছি, তাতে আমি খুশি। আমার বহু কলকাতার অনুরাগীরও শুভেচ্ছা জানিয়েছেন। এটা একটা ভালোলাগার জায়গা।

উল্লেখ্য, ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর লুক টেস্ট করতে মুম্বাই গিয়েছিলেন তিনি। তারপরের মাসেই দিল্লিতে শ্যুটিং শুরু হয়। সেটাই ছিল সিনেমাটির প্রথম লটের শ্যুটিং। ছবিটির শ্যুটিং শেষ হয়েছিল ২০২২ সালে।

 

এ সম্পর্কিত আরও খবর