জীবনের আরও এক বসন্ত পার করলেন সৃজিত মুখোপাধ্যায়। জন্মদিনে শুভেচ্ছা বার্তায় ভাসছেন সৃজিত, তবে সবচেয়ে সুন্দর বার্তা নিঃসন্দেহে এসেছে মিথিলার পক্ষ থেকে। এদিন নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে সৃজিতকে শুভেচ্ছা জানান মিথিলা।
ছবিতে দেখা গেল সোফার উপর বসে রয়েছেন মিথিলা, তাঁর গা ঘেঁষে বসে আছেন সৃজিত। মিথিলার ডান দিকে আইরা। ছবিতে সৃজিত-মিথিলার সুখী পরিবারের একটা ঝলক উঠে এল। পারিবারিক উদযাপনে জমজমাট সৃজিতের জন্মদিন তা স্পষ্ট। দুজনের পোশাকে রঙের। সবুজ টপ আর কালো জিনসে মিথিলা, অন্যদিকে সবুজ কটনের হাফ শার্ট আর ব্লু ডেনিমে সেজে সৃজিত। বরের জন্য মিথিলার বার্তা, ‘শুভ জন্মদিন সৃজিত’।
সৃজিতের বয়স নিয়ে কম কটূক্তি শুনতে হয়নি মিথিলাকে। ‘তাহসানের মতো হ্যান্ডসামের পর বুড়ো ডিরেক্টর’কে বিয়ে করেছেন এমন কথা বলা হয়েছে। কিন্তু মিথিলা আর সৃজিতের বয়সের ফারাক জানলে আপনি চমকে যাবেন। বয়স প্রসঙ্গে একবার সরাসরি স্বামীর কাছেই প্রশ্ন রেখেছিলেন মিথিলা নিজে। মিথিলা সঞ্চালিত শো ‘আমার আমি’তে হাজির হয়েছিলেন সৃজিত। সেখানেই মিথিলার কথামতো নিজের আসল বয়স ফাঁস করেন ‘কাকাবাবু’ পরিচালক। জন্মের সাল-তারিখ ঘোষণা করে সৃজিত। সঙ্গে বলেন, 'আমার পাকা দাড়ি দেখে আমার বয়স পঞ্চাশোর্ধ ভাবার কারণ নেই। এর জন্য সম্পূর্ণরূপে দায়ী আমার মা। ওঁনার ২৫ বছর বয়স থেকে চুল পাকতে শুরু করে। এই জিনে আমার কোনও হাত নাই'।
১৯৭৭ সালের ২৩ সেপ্টেম্বর জন্মেছিলেন সৃজিত। শনিবার ৪৬ পূর্ণ করলেন পরিচালক। আর তাঁর ‘বেটারহাফ’ মিথিলার বয়স এখন ৪০। দুজনের বয়সের ফারাক মাত্র ৬ বছরের। যদিও সৃজিতের বয়স প্রসঙ্গে মিথিলা ওই শো-তেই জানিয়েছিলেন, ‘ওর আসল বয়স ছয় কী সাড়ে ছয়। আমার মেয়ে আয়রার সঙ্গে যখন ওকে আমি দেখি, এটাই মনে হয়’।
প্রসঙ্গত, মিথিলা আপতত ব্যস্ত টলিউডে নিজের পরবর্তী প্রজেক্ট ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ নিয়ে, ওদিকে সৃজিত ব্যস্ত নিজের পুজায় রিলিজ দশম অবতার নিয়ে।