নিশো-মেহজাবিনের ‘অ্যাপয়েন্টমেন্ট লেটার’

ছোটপর্দা, বিনোদন

বিনোদন ডেস্ক | 2023-08-31 09:09:57

যেকোনও বেকার তরুণ-তরুণীর জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাপার। এই একটা কাগজকে ঘিরে কয়েকজন মানুষের জীবনের গল্প নিয়ে তৈরি হলো একটি নাটক। এর নামও ‘অ্যাপয়েন্টমেন্ট লেটার’।

নাটকটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। তারা এর আগেও বেশ কয়েকটি নাটকে জুটি বেঁধেছেন।

গত ২২ ও ২৩ ডিসেম্বর রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং হয়েছে। চিত্রনাট্য ও পরিচালনায় এবি রোকন। তিনি এর আগে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সহকারী হিসেবে কাজ করে হাত পাকিয়েছেন।

নিশো ও মেহজাবিন এর আগে রাজের পরিচালনায় কাজ করেছেন। এবার তার সহকারীর পরিচালনায়ও নাটক করলেন তারা। এতে আরও অভিনয় করেছেন ফখরুল বাশার, মিলি বাশার, রুশো শেখ।
জানুয়ারির মাঝামাঝি নাটকটি মুক্তি পাবে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। এর গল্প লিখেছেন রুশো আহমেদ।

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের উদ্যোগে ডিফাইভ প্রকল্পের আওতায় তৈরি হয়েছে ‘অ্যাপয়েন্টমেন্ট লেটার’। পাঁচ তরুণ নির্মাতার নাটক নিয়েই এই প্রকল্প। ইতোমধ্যে মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত ‘ও যেন আমার হয়’ মুক্তি পেয়েছে।

এ সম্পর্কিত আরও খবর