আমার ভুলেই প্রার্থিতা বাতিল হয়েছে: ডলি সায়ন্তনী

বিবিধ, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-12-05 14:31:41

নিজের ভুলেই প্রার্থিতা বাতিল হয়েছে বলে জানিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী।

মনোনয়ন বাতিলে কোনো ষড়যন্ত্র নেই জানিয়ে তিনি বলেন, কারণ এটা আমারই দোষ, আমি এটা খেয়াল করিনি। আমার ভুলেই প্রার্থিতা বাতিল হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে জেলা রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাতিল হওয়ায় প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন ডলি সায়ন্তনী।

আপিল শেষ সংবাদমাধ্যমকে ডলি সায়ন্তনী বলেন, আমার ক্রেডিট কার্ডের ছোট একটা ভুল ছিল। সেটা ঠিকঠাক করে জমা দিয়েছি। আশা করছি সবকিছু দেখে আমার মনোনয়ন বৈধ করবে কমিশন।

তিনি বলেন, এতদিন গান করেছি। অনেকদিনের আশা ছিল এলাকার জন্য কিছু করব। সে সুযোগটা বিএনএম দিয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন- বিএনএমের পক্ষে পাবনা-২ আসনের জন্য মনোনয়ন দাখিল করেছিলেন তিনি।

এর আগে. রোববার সকালে যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন পাবনা জেলা প্রশাসক।

বিএনএমে যোগ দেওয়ার দিনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসন থেকে প্রার্থী হতে দলটির মনোনয়ন ফরম তোলন ডলি সায়ন্তনী।

এ সম্পর্কিত আরও খবর