হলিউডের জনপ্রিয় অভিনেত্রী মার্গোট রবি অভিনীত ‘বার্বি’ গত বছরের সবজেয়ে ব্যবসাসফল সিনেমা। শুধু তাই নয়, ২০২৩-এর বড় বড় সব অ্যাওয়ার্ড অনুুষ্ঠাইের ‘বার্বি’র মনোনয়ন ও পুরস্কার জুটেছে ঢের। মার্গোট রবিও এরমধ্যে পুরস্কৃত হয়েছেন। সেই ‘বার্বি’ সিনেমার জন্য এবারের অস্কারের চূড়ান্ত মনোনয়নে সেরা অভিনেত্রীর ক্যাটাগরিতে রবির নাম নেই। ফলে অবাক হয়েছেন অনেকেই। মনোনয়ন মেলেনি ছবিটির এই ছবির নির্মাতা গ্রেটা গারউইগেরও। এই বিষয়টি নিয়ে অবশেষে প্রতিক্রিয়া জানালেন মার্গোট রবি।
ভ্যারাইটিতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘এত ভালোবাসা পাওয়ার পরে এই বিষয় নিয়ে মন খারাপের কোনো মানে নেই। অবশ্যই, আমি মনে করি গ্রেটার মনোনয়ন পাওয়া উচিত ছিল নির্মাতা হিসেবে। তিনি যা করেছেন, তা পুরো ক্যারিয়ারে একবারই হয়, জীবনে একবারই হয়। বছরটা সব সিনেমার জন্যই দারুণ ছিল।’
অভিনেত্রী আরও বলেন, ‘সিনেমার জন্য সবচেয়ে বড় পুরস্কার হলো দর্শকের প্রতিক্রিয়া, যা আমরা পেয়েছি।’
তবে অস্কারে আটটি মনোনয়ন পেয়েছে ‘বার্বি’। মার্গোট রবি এবং গ্রেটা গারউইগের নাম তালিকায় না থাকায় মনোনয়ন পেয়েও খুশি হতে পারছেন না ফেরেরা এবং রায়ান গসলিং। তারা সেরা সহ-অভিনেত্রী ও সেরা সহ-অভিনেতা শাখায় মনোনয়ন পেয়েছেন।
তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস