ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৭২ দেশের ২১৮টি ছবি

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক | 2023-08-11 00:06:06

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে আগামীকাল (১০ জানুয়ারি) সপ্তদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ অতিথি তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক। সভাপতিত্ব করবেন উৎসবের প্রধান পৃষ্ঠপোষক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। উদ্বোধনী ছবি তুরস্ক-জর্ডানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘দ্য গেস্ট’। এটি পরিচালনা করেছেন তুরস্কের নির্মাতা আন্দাজ হাজানেদারগলু।

রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। বরাবরের মতোই এবার রয়েছে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ (ইউরোপের নির্মাতা গোরান পাসক্যালজেভিকে), বাংলাদেশ প্যানোরামা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেনস ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম ও উইমেন্স ফিল্ম সেকশনে ৭২টি দেশের ২১৮টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য (৭০ মিনিটের বেশি) ছবি ১২২টি আর স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র ৯৬টি।

বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, আলবেনিয়া, আর্মেনিয়া, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, আজারবাইজান, বাহরাইন, বেলজিয়াম, ভুটান, ব্রাজিল, কানাডা, চিন, কিউবা, সাইপ্রাস, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, ফিলিস্তিন, জার্মানি, গ্রিস, হংকং, হাঙ্গেরি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইতালি, জাপান, কাজাখস্তান, কসোভো, কিরগিস্তান, লাটভিয়া, লেবানন, লুক্সেমবার্গ, মালয়েশিয়া, মেক্সিয়া, নেপাল, নরওয়ে, পাকিস্তান, ফিলিপাইন, পোল্যান্ড, পর্তুগাল, কাতার, রাশিয়া, স্লোভেনিয়া, স্পেন, দক্ষিণ কোরিয়া, সুইডেন, সুইজারল্যান্ড, সিরিয়া, তাইওয়ান, তাজিকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, আরব-আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভেনেজুয়েলার ছবি থাকছে উৎসবে।

জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তন (বিনামূল্যে), শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তন (সবার জন্য উন্মুক্ত), আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন (সবার জন্য উন্মুক্ত) ও যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে চলচ্চিত্র প্রদর্শনী হবে।

উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল জানিয়েছেন, উৎসবের অংশ হিসেবে আগামী ১১ ও ১২ জানুয়ারি চলচ্চিত্রে নারীর ভূমিকা বিষয়ক ‘পঞ্চম আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস্ কনফারেন্স’ রয়েছে আলিয়ঁস ফ্রঁসেজে। আগামী ১৩ ও ১৪ জানুয়ারি হোটেল লা ভিঞ্চিতে রয়েছে এশীয় অঞ্চলের প্রায় ১২টি দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র সমালোচকদের অংশগ্রহণে ‘প্রথম এশিয়ান ফিল্ম ক্রিটিকস অ্যাসেম্বেলি’। আগামী ১৪ জানুয়ারি প্রথমবারের অনুষ্ঠিত হবে নির্মাতাদের দিনব্যাপী সেমিনার ‘ওয়েস্ট মিটস ইস্ট’।

এ সম্পর্কিত আরও খবর