ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১৯ শুরু

সিনেমা, বিনোদন

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 16:43:32

নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় শুরু হয়েছে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১৯ ’।

নয় দিনব্যাপী চলচ্চিত্র উৎসব চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। বিকেলে জাতীয় যাদুঘরে এ উৎসবের উদ্বোধন করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

তিনি বলেন, গোঁড়া যে কোনো কিছু থেকে পরিশীলিত করতে চলচ্চিত্রের বিকল্প নেই।

একটি ঘরে বসে বিশ্ব দর্শন একটি  অর্জন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, একটি ভাল ছবি সমাজকে উন্নতির দিকে পরিবর্তন করতে পারে। আমরা এ উৎসবে বিশ্বের বিখ্যাত সব চলচ্চিত্র পরির্দশন করব। এতে প্রদর্শিত হবে ৭২টি দেশের ২২০টি চলচ্চিত্র।

'ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব' আয়োজন করছে রেইনবো চলচ্চিত্র সংসদ। বহু বছর ধরে এই উৎসবের আয়োজন করে আসছে সংগঠনটি।

আয়োজকরা জানান, এবারের উৎসবের মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ।’ এবারের উৎসবে প্রদর্শনের জন্য ৭২টি দেশের ২২০টি চলচ্চিত্র নির্বাচন করা হয়েছে। ইতিমধ্যে ছবিগুলো উৎসবে প্রদর্শের জন্য সেন্সর বোর্ডের অনুমোদন নেওয়া হয়েছে।

নগরীর কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তন ও প্রধান মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেস মিলনায়তন এবং ব্লকবাষ্টার সিনেমায় উৎসবে ছবিগুলো দেখানো হবে।

উৎসব উপলক্ষে প্রতিবারের মতো এবারও ১১ ও ১২ জানুয়ারি রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেস মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘উইমেন্স ফিল্ম মেকারস কনফারেন্স ’। এতে আন্তর্জাতিক নারী চলচ্চিত্র নির্মাতা ও ব্যক্তিত্বরা অংশ নেবেন। ৬০টি দেশ থেকে উৎসবে যোগ দেবেন সম্মানিত নাগরিকবৃন্দ, আন্তর্জাতিক খ্যাতিমান চলচ্চিত্রকার, সাংবাদিক, চলচ্চিত্র সমালোচকরা। থাকবেন রেইবো ও অন্যান্যা চলচ্চিত্র সংসদের সদস্যরা।

আয়োজক প্রতিষ্ঠান থেকে জানানো হয়, সারাবিশ্বেই নারীদের অবস্থান পরিবর্তন ঘটছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশেও নারীদের সর্বক্ষেত্রে উন্নয়ন ঘটছে। এসব বিষয়ে তথ্যাবলী উৎসবে উপস্থাপিত হবে। এই উদ্দেশ্য এবারের উৎসবে পঞ্চমবারের মতো নারী চলচ্চিত্র নির্মাতারা অংশ নিচ্ছেন।

এ সম্পর্কিত আরও খবর