মায়ের নিরাপদ ছত্রছায়া থেকে আজীবনের মতো ছিটকে গেলেন চিত্র নায়ক বাপ্পী চৌধুরী। আজ (৫ মার্চ, ২০২৪) সকালে ইহকালের মায়া ত্যাগ করলেন স্বপ্না সাহা। লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি। এই তথ্য নিশ্চিত করেছেন, বাপ্পীর পারিবারিক ড্রাইভার প্রতীক। অভিনেতার পরিবারে এখন শোকের ছায়া বিরাজ করছে।
বেশ অনেক দিন ধরেই আলসারের সমস্যায় আক্রান্ত ছিলেন স্বপ্না দেবী। রাজধানীর মুগদা হাসপাতালে এতদিন ছিলেন চিকিৎসাধীন। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শ্রীমতী স্বপ্না সাহা। এরমধ্যে চিকিৎসার উদ্দেশ্যে পার্শ্ববর্তী দেশ ভারতেও গিয়েছিলেন তিনি। তবে, অবশেষে আজ ভোরে চিকিৎসাধীন থাকাকালেই দেহত্যাগ করলেন তিনি। তার স্বর্গবাসী হওয়ার প্রার্থনা করছেন শুভাকাক্ষীরা।