রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিনে ‘তুমি মোর পাও নাই পরিচয়’

সুরতাল, বিনোদন

বিনোদন ডেস্ক | 2023-08-22 11:58:40

প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন আজ ১৩ জানুয়ারি। এ উপলক্ষে প্রকাশিত হলো তার নতুন একক অ্যালবাম ‘তুমি মোর পাও নাই পরিচয়’। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১০টি গান নিয়ে সাজানো হয়েছে এটি।

রোববার চ্যানেল আইয়ের নিয়মিত লাইভ অনুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’তে অ্যালবামটির মোড়ক খোলা হয়। এতে অংশ নেন অধ্যাপক আনিসুজ্জামান, আলী ইমাম, নাট্যজন আতাউর রহমান প্রমুখ।

এর আগে সকাল ৭টা ৩০ মিনিটে ঢাকার তেজগাঁওস্থ চ্যানেল আইয়ের ছাতিম তলায় শুরু হওয়া অনুষ্ঠানে সুরের ধারার শিল্পীদের নিয়ে গান আর আড্ডায় মাতেন রেজওয়ানা চৌধুরী বন্যা। প্রথমে সহশিল্পীদের সমবেত কণ্ঠে পরিবেশিত হয় ‘তোমার সুরের ধারা’ গানটি। একপর্যায়ে মঞ্চে আসেন রবীন্দ্রসংগীত শিল্পী সাদী মহম্মদ।

গান ও মোড়ক উন্মোচন পর্ব শেষে রেজওয়ানা চৌধুরী বন্যাকে উত্তরীয় পরিয়ে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এরপর ‘গানের রাজা’ সংগীত প্রতিযোগিতার ক্ষুদে শিল্পীদের মঞ্চে ডাকা হয়। তারা সুরের ধারার শিল্পীদের সঙ্গে ‘আলো আমার আলো ওগো আলোয় ভুবন ভরা’ গানটি পরিবেশন করে। কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় বন্যার জন্মদিনে ‘গানে গানে সকাল শুরু’র বিশেষ পর্ব। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই।

‘তুমি মোর পাও নাই পরিচয়’ বাজারে এনেছে ইমপ্রেস অডিও ভিশন। অ্যালবামে স্থান পাওয়া গানগুলো হলো ‘আগুনে হলো আগুনময়’, ‘বাহিরে ভুল হানবে যখন’, ‘খোলো খোলো দ্বার’, ‘বাঁধন ছেঁড়ার সাধন হবে’, ‘মনে যে আশা লয়ে এসেছি’, ‘তোমা কথা হেথা কেহ তো বলে না’, ‘আমার সকল কাঁটা ধন্য হবে’, ‘দূর দেশি সেই রাখাল ছেলে’, ‘তুমি মোর পাও নাই পরিচয়’, ‘এ পথে আমি-যে গেছি বারবার’।

এ সম্পর্কিত আরও খবর