ফেসবুকে একটু আগেই দুটি ছবি পোস্ট করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে তা নিজের ছবি নয়। একটি ছবি পেছন থেকে তোলা, আরকেটি সামনে থেকে। তাতে দুজনের পরনে স্কুলের ইউনিফর্ম, কাধে ঝোলানো স্কুল ব্যাগ। সে হতেই পারে, এ আর নতুন কী?
কিন্তু ছবিতে যে দুজনকে দেখা যাচ্ছে তাদের বয়সের ব্যবধান দেখলে কোন হিসেবই মিলবে না। একজন বর্ষিয়ান নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, অন্যজন চঞ্চল চৌধুরীরই একমাত্র পুত্র সন্তান শৈশব রোদ্দুর শুদ্ধ!
তাদের যদি কেউ একসঙ্গে স্কুল ড্রেস পরে স্কুলে যেতে দেখে, তাহলে চোখ ছাড়াবড়া হবারই কথা। ছবি দুটির ক্যাপশনে বিষয়টি পরিষ্কার করেছেন চঞ্চল। তাতে জানা গেল, বৃন্দাবন দাসের রচনা এবং এজাজ মুন্নার পরিচালনায় ঈদের সাত পর্বের ধারাবাহিক নাটক ‘ইতি তোমার আমি’তে এমন দৃশ্য দেখা যাবে। ভেঁপু ক্রিয়েশানস লিমিটেডের প্রযোজনায় নাটকটি এই ঈদে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।
ফেসবুকে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘দাদা-নাতি দুই জনই নাকি স্কুলে পড়ে! দাদা মামুনুর রশীদ, নাতি শৈশব রোদ্দুর শুদ্ধ। প্রবল বন্ধুত্ব দুইজনের। বিঃদ্রঃ শুদ্ধ’র টেলিভিশনে অভিনয় শুরু হলো বৃন্দাবনদার লেখা নাটক দিয়ে, মামুন ভাইয়ের সাথে প্রথম অভিনয়! এর চেয়ে বড় সৌভাগ্য ওর কি হতে পারে! দিব্য-সৌম্য’র পর শুরু হলো শুদ্ধ’র যাত্রা। ওরা সবাই আপনাদের আশীর্বাদকামী।’
প্রসঙ্গত, চঞ্চল চৌধুরী বরাবরই মামুনুর রশীদকে নিজের অভিনয় গুরু মানেন। শোবিজের আগে মামুনুর রশীদের মঞ্চ নাটকের দল ‘আরণ্যক’ দিয়েই অভিনয়ে যাত্রা শুরু করেন চঞ্চল। সেই সূত্রে মামুনুর রশীদ, চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, শাহনাজ খুশির অন্যরকম হৃদ্ধতার সম্পর্ক ।