কলি-নিপুণ প্যানেলকে সাপোর্ট করতে নির্বাচনে বাপ্পী

ঢালিউড, বিনোদন

মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2024-04-03 14:21:02

আজ বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র দিবস। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে এফডিসিতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। গাড়িতে যেতে যেতে তিনি কথা বললেন বার্তা২৪.কমের সঙ্গে।

ক’দিন আগেই মাকে হারিয়েছেন বাপ্পী। যে কোন সন্তানের জন্যই বাবা-মা হারানো কতোটা কষ্টে সেকথা নতুন করে বলার কিছু নেই। তবে বাপ্পী তার মায়ের সঙ্গে ছিলেন অনেক বেশি অ্যাটাচ্ড। মায়ের মৃত্যুর আগে তাকে নিয়ে ভারতের চেন্নাইতে মাসের পর মাস থেকেছেন সব কাজ ফেলে। মায়ের চিকিৎসায় কোন ত্রুটি রাখেননি। তারপরও মাকে ধরে রাখতে পারেননি।

সেই ট্রমা কাটিয়ে আস্তে আস্তে কাজে ফিরছেন এই অভিনেতা। এসব কথাই আজ জানালেন তিনি। শুধু তাই নয়, দিলেন একটি দারুণ খবর।

এতোদিন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সক্রিয় না থাকলেও এবার তিনি লড়বেন সহ-সাধারন সম্পাদক পদে।

মাহমুদ কলি ও নিপুণ

এ প্রসঙ্গে বাপ্পী বলেন, ‘আমি এতোদিন শিল্পী সমিতির নির্বাচন না করলেও চলচ্চিত্রের মানুষ হিসেবে সব খোঁজ খবর রাখি। এবার নিপুণ আপা আমাকে যে সম্মানের সঙ্গে তার প্যানেল থেকে নির্বাচন করার প্রস্তাব দিয়েছেন সেটি যে কারও ভালো লাগবে। তাছাড়া আমাদের প্যানেলের সভাপতি মাহমুদ কলি সাহেব খুবই ক্লিন ইমেজের একজন শিল্পী। সব মিলিয়ে আমার বাবা বললেন কলি-নিপুণ প্যানেলকে সাপোর্ট করা উচিত। আমারও তাই মনে হলো। এজন্য এবার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছি।’

মাহমুদ কলি ও নিপুণ আক্তার প্যানেল থেকে নির্বাচন করার জন্য গতকাল মনোনয়ন ফরম জমা দেন বাপ্পী।

বাপ্পী চৌধুরী /  ছবি : ফেসবুক

আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকবেন খোরশেদ আলম খসরু।

 

এ সম্পর্কিত আরও খবর