দেখে নিন মেট গালা ২০২৪ মাতানো নারী তারকাদের ছবিগুলো

হলিউড, বিনোদন

মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2024-05-07 18:54:25

মে মাসের প্রথম সোমবার অর্থাৎ গতকালই নিউ ইয়র্কের ‘মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট’-এ বসেছিল ‘মেট গালা’র আসর। উপস্থিত ছিল হলিউডের প্রথমসারির তারকারা। তাদের মধ্যে উজ্জ্বল হয়ে ওঠেন বলিউড তারকা আলিয়া ভাট। মেট গালার জন্য আলিয়ার গর্জিয়াস ভারতীয় ট্র্যাডিশনাল লুক নি:সন্দেহে ‘আউট অফ দ্য বক্স’। অনুষ্ঠান হোস্ট করেন প্রখ্যাত গায়িকা জেনিফার লোপেজ এবং হলিউড অভিনেত্রী জেন্ডায়া। দেখে নিন মেট গালা ২০২৪ মাতানো নারী তারকাদের ছবিগুলো...

লাল ক্ল্যাসি গাউনে চিরচেনা শাকিরা
স্টাইল আইকন জেনিফার লোপেজ বরাবরের মতো স্ট্যানিং সিলভার হেবি অ্যাম্বিলিশমেন্ট নেটের গাউনে
‘স্পাইডার’ম্যান খ্যাত অভিনেত্রী জেন্ডায়া যেন নীল পাখি
২৩ ফুট লম্বা আঁচলের শাড়িতে হলিউড তারকাদেরও পেছনে ফেলে দিয়েছেন ভারতীয় সুন্দরী আলিয়া ভাট
কোরিয়ার ‘ব্ল্যাক পিংক’ তারকা জেনি হাজির হন নীল কোমর খোলা শর্ট গাউনে
তারুণ্যের ক্রেজ গায়িকা আরিয়ানা গ্রান্ডের অফ হোয়াইট পোশাকে ছিমছাম লুক সবাই পছন্দ করেছে
ক্ল্যাসিক ক্রিম রঙের অফ সোল্ডার গাউনে বিখ্যাত নারী উদ্যোক্তা ও মডেল কাইলি জেনার
কার্দাশিয়ান পরিবারের বড় কন্যা কিম বরাবরের মতোই তার ঢেউ খেলানো কোমরের যাদুতে মাত করেছেন। এবার পরেছিলেন উলের টপের সঙ্গে সিলভার গাউন
কিমের ছোট বোন সুপারমডেল ক্যান্ডেল জেনার কালো সিকুয়েন্সের পোশাকে মোহনীয়
মেট গালায় এবারের থিম ‘দ্য গার্ডেন অফ টাইম’। সে কথা বোঝা যাচ্ছে সুপারমডেল গিগি হাদিদের সাদা ফুলেল পোশাকে
বিলিয়নিয়ার গায়িকা রিয়ান্না বোধ হয় এবারের থিমকে একটু বেশিই পাত্তা দিয়েছেন। আস্ত ফুলের বাগান সেজে হাজির তিনি। নজর কেড়েছে বক্ষবন্ধনীতে দেয়াল ঘড়ির মোটিফ
বিশ্বের শীর্ষ নারী র‌্যাপার কার্ডি বি পরেছেন বিশাল ঘেরের কালো গাউন। তবে নজর কেড়েছে তার নেইল স্টাইল, পাগড়ি বাঁধা চুল আর সবুজ ডায়মন্ডের গয়না
বিশ্ববিখ্যাত নারী র‌্যাপার নিকি মিনাজের হলুদ পোশাকজুড়ে ফুটে আছে বাহারি ফুল
ফুলেল গাউনে খুব মিষ্টি লাগছে সুপারস্টার গায়িকা কেটি পেরিকে
ফেদার আর লেসের ডিজাইন করা কালো গাউনে আবেদনময়ী গায়িকা ডুয়া লিপা
বন্ধুদের সঙ্গে মডেল টুইগ ও জনপ্রিয় গায়ক এড শিরান
ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির বড় কন্যা নারী উদোক্তা ইশা আম্বানিও উপস্থিত হন মেট গালায়। রাহুল মিশ্র’র ডিজাইন করা বিশাল টেলওয়ালা বাহারি রঙের গাউনটি নেটিজেনরা খুব পছন্দ করেছে

এ সম্পর্কিত আরও খবর