কানে দুটি ইতিহাস লিখলো ভারত

অ্যাওয়ার্ড, বিনোদন

মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2024-05-26 14:27:04

বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফিল্ম মেকার মোস্তফা সরয়ার ফারুকী আজ তার সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, ‘কী দারুণ একটি বছর ভারতীয় সিনেমার জন্য। কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগীতা বিভাগে গ্রাঁ প্রিঁ এবং আঁ সার্তে রিগা বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছে ভারত। ব্রাভো।’

হ্যাঁ, এতোক্ষণে সিনেমাপ্রেমী অনেকেই জেনে গেছেন যে কান চলচ্চিত্র উৎসবের পর্দা নেমেছে আজ। আর সমাপনী নিয়েই ভারতের পতাকা গৌরবের সঙ্গে তুলে ধরলেন ক’জন নারী। তারমধ্যে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়া অনুসূয়া সেনগুপ্ত একজন বাঙালি অভিনেত্রী!

ভারতীয় ছবি ‘অল উই ইমাজিন এজ লাইট’ গ্রাঁ পিঁ জেতায় নির্মাতা ও শিল্পীদের উচ্ছ্বাস

কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপামের পরেই গ্রাঁ পিঁ পুরস্কারকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে ধরে নেয়া হয়। এবারের আসরে পুরস্কারটি জিতে নিয়েছে ভারতীয় ছবি ‘অল উই ইমাজিন এজ লাইট’। ছবিটি পরিচালনা করেছেন পায়েল কাপাডিয়া।

তার হাতে পুরস্কার তুলে দেন আমেরিকান অভিনেত্রী ভায়োলা ডেভিস। তখন মঞ্চে পায়েলের পাশে ছিলেন ছবিটির তিন অভিনেত্রী কানি কুসরুতি, দিব্যা প্রভা ও ছায়া কদম। এই ছবিটির মাধ্যমে ৩০ বছর পর কানের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছিল ভারত। এবার পুরস্কার জিতে গড়েছে ইতিহাস।

ভারতীয় ছবি ‘অল উই ইমাজিন এজ লাইট’ ছবির পোস্টার

শনিবার (২৫ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শুরু হওয়া উৎসবের সমাপনী আয়োজনে জুরি প্রাইজ জয়ী ছবির নাম ঘোষণা করেন জাপানি পরিচালক কোরি এদা-হিরোকাজু। পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে চলছে এই আয়োজন।

অন্যদিকে, ভারতীয় সিনেমা ‘দ্য শেমলেস’-এ এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্সের জন্য আঁ সার্তে রিগা বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কলকাতার অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত। তিনিই প্রথম ভারতীয়, যিনি কানে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন।

‘দ্যা শেমলেস’ ছবির পোস্টার ও কানের রেড কার্পেটে অনসূয়া সেনগুপ্ত

কানে অফিশিয়াল মনোনয়ন পাওয়ার পর থেকেই আলোচনায় ছিল কনস্টানটিন বোজানভ পরিচালিত ভারতীয় সিনেমা ‘দ্য শেমলেস’। সেখানে ছবিটি প্রিমিয়ারের পর থেকেই প্রশংসায় ভাসছিল সিনেমাটি। এবার এতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন অনসূয়া সেনগুপ্ত। ছবিতে ‘রেনুকা’ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

‘দ্য শেমলেস’ সিনেমাটির গল্প একজন যৌনকর্মীকে নিয়ে। যিনি দিল্লির একটি যৌনপল্লিতে এক পুলিশকে হত্যা করে ফেরার হন।

কানে ‘দ্যা শেমলেস’ ছবির সহশিল্পী ও নির্মাতার সঙ্গে অনুসূয়া (বাঁমে)

এই যৌনকর্মীর চরিত্রেই অভিনয় করেছেন অনসূয়া। অভিনেত্রী তাঁর এই পুরস্কার উৎসর্গ করেছেন বিশ্বের প্রান্তিক জনগোষ্ঠীকে, যাদের যে লড়াই করার কথা হয়তো ছিল না কিন্তু করতে হচ্ছে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা জানিয়েছে, কলকাতাতেই বড় হয়েছেন অনসূয়া। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন তিনি। ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর