কণ্ঠের সমস্যায় সবার দোয়া চাইলেন তাহসান

সুরতাল, বিনোদন

মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2024-06-05 20:23:54

দেশের অন্যতম জনপ্রিয় শোবিজ তারকা তাহসান খান। তিনি একাধারে সংগীতশিল্পী, সুরকার, গীতিকার, কম্পোজার, অভিনেতা ও শিক্ষক। তবে নিজেকে বরাবরই ‘এন্টারটেইনার’ বলতে পছন্দ করেন তাহসান।

অথচ এই তারকাই এখন আর গলা ছেড়ে গাইতে পারছেন না। যে কণ্ঠের মাদকতা দিয়ে তিনি লক্ষ্য ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সেই কণ্ঠই এখন আর ভালো নেই। এ কথা তাহসান নিজেই জানিয়েছেন বার্তা২৪.কমকে।

মঞ্চ মাতানো শিল্পী তাহসান খান

তিনি আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে মুঠোফোনে বলেন, ‘আসলে অসুস্থার কথা খুব বিস্তারিতভাবে বলে কারও মন খারাপ হোক সেটা চাই না। তবে এটুকু বলতে চাই যে, অসুস্থতা সবার জীবনেই আসতে পারে। আমার কণ্ঠে ব্যাথার যে সমস্যা সেটিও তেমন একটি বিষয়। তবে একজন গায়কের ক্ষেত্রে সমস্যাটা যদি কণ্ঠে হয়, তহালে সেটি অবশ্যই হাতাশার জন্ম দেয়। গলার যতোটুকু ক্ষতি হওয়ার তা তো হয়েছেই। এর চেয়ে বেশি আর যেন ক্ষতি না হয় সেই চেষ্টা করছি। সবার কাছে দোয়া চাই যেন দ্রুত সমস্যাটি কাটিয়ে উঠতে পারি।’

তাহসান খান

কবে থেকে প্রথম কণ্ঠের এই সমস্যার বিষয়টি বুঝতে পারলেন, জানতে চাইলে তাহসান খান বার্তা২৪.কমকে বলেন, ‘২০১৮ সালে প্রথম কণ্ঠে ব্যাথা অনুভব করি। ঠিক হচ্ছিল না বলে বিদেশে চিকিৎসা করাই। ভালো মন্দ এভাবেই যাচ্ছিল। অবশেষে ঢাকারই এক চিকিৎসক আমার কণ্ঠের আসল সমস্যাটা ধরতে পারেন। গাইতে গিয়েই আমার কণ্ঠের অনেকটাই ক্ষতি হয়েছে। ফলে তিনি আমাকে একটা লাইফস্টাইল অনুসরন করতে বলেন। সেভাবেই এখন চলছি। ভালো ট্রিটমেন্ট হচ্ছে, কণ্ঠের উন্নতিও হচ্ছে। কিন্তু এক ধরনের ভয়তো থাকেই যে, আর যদি আগের মতো স্ট্যামিনা নিয়ে গাইতে না পারি!’

তাহসান খান

তাহসান আরও জানান, মাঝে তার কণ্ঠের সমস্যাটা অনেকটাই সেরে উঠেছিল। এজন্য তিনি একাধিক গান ও কনসার্টে অংশ নিতে পেরেছেন। গত ঈদে তার ও অভিনেত্রী তাসনিয়া ফারিনের গাওয়া ‘রঙে রঙে’ গানটি সুপারহিটও হয়েছে। কিন্তু সদ্য আবারও কণ্ঠের সমস্যাটা জটিল হতে শুরু করেছে তাহসানের। এজন্য এখন একেবারেই গান করছেন না।

এ সম্পর্কিত আরও খবর