ঈদের বাজারের ওপরেই অনেকটা টিকে আছে ঢালিউড ইন্ডাস্ট্রি। বিগত কয়েক বছর ধরে ঈদেই বড় বাজেটের ছবিগুলো মুক্তি পায়। তারমধ্যে দু-একটি ছবি ভালো চলে। এর বাইরে সারা বছরের মুক্তিপ্রাপ্ত ছবিগুলো থাকে অনেকটাই নিষ্প্রভ!
এবার ঈদেও মুক্তি পেয়েছে ৫টি সিনেমা। তারমধ্যে শাকিব খানের ‘তুফান’ ছবিটি দর্শক টানছে বলে তথ্য রয়েছে। এর বাইরে কোন সিনেমার অবস্থাই খুব একটা সুবিধাজনক নয়। তারমধ্যে তিনটি ছবি তো প্রথম সপ্তাহই সিনেমা হলে পার করতে পারছে না বলে জানা গেছে।
রাজধানীর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেলেও দর্শক টানতে পারেনি এমডি ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’ ও মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘ডার্ক ওয়ার্ল্ড’। তিন দিন প্রেক্ষাগৃহে চললেও আশানুরূপ দর্শক নেই উল্লেখ করে সিনেমা দুটি গতকাল বৃহস্পতিবার নামিয়ে দিয়েছেন বলে জানান স্টার সিনেপ্লেক্সের মার্কেটিং ম্যানেজার মেজবাহ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘কোনো সিনেমা যদি দর্শক দেখে সে সিনেমা আমরা কখনোই নামাই না। শো রাখার পরেও যখন কোনো দর্শক না পাওয়া যায় তখনই আমরা কোনো সিনেমা নামিয়ে অন্য সিনেমা চালাই। যে সিনেমার দর্শক বেশি এবং চাহিদা থাকে তখন আমরা ইনস্ট্যান্ট সেটার শো বাড়িয়ে দিই। ‘রিভেঞ্জ’ এবং ‘ডার্ক ওয়ার্ল্ড’ চালালেও আমরা আশানুরূপ দর্শক পাইনি। দর্শক এই দুটি সিনেমা দেখছে না। আর যে পরিমাণ দর্শক দেখেছে সেটা বলার মতো উল্লেখযোগ্যও না। যার কারণে আমরা নামিয়ে দিয়েছি। অন্যদিকে ‘তুফান’ দেখছে, যার কারণে আমরা সেটার শো বাড়িয়ে দিয়েছি।’
অন্যদিকে রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে চলছিলো রাশিদ পলাশ পরিচালিত সিনেমা ‘ময়ূরাক্ষী’। গতকাল এই সিনেমাটিও প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে দেওয়া হয়েছে বলে বার্তা২৪.কমকে জানান প্রেক্ষাগৃহটির এসিস্ট্যান্ড মার্কেটিং ম্যানেজার মাহাবুবুর রহমান।
তিনি বলেন, ‘আমাদের এখানে ৭টির মতো হল রয়েছে, যার কারণে এবার ঈদে মুক্তি পাওয়া সব সিনেমাই রেখেছি। দেশি সিনেমাকে অবশ্যই প্রাধান্য দেওয়া উচিত। সেই চিন্তা করে সবগুলোই মুক্তি দিয়েছি। দর্শক যেই সিনেমা দেখছে সেটির শো বাড়িয়ে দিচ্ছি এবং যেটা দেখছে না সেটা নামিয়ে দিচ্ছি। ‘ময়ূরাক্ষী’ সিনেমাতে আমরা প্রত্যাশানুযায়ী দর্শক পাইনি বলেই সেটা নামিয়ে দিয়েছি।’
‘রিভেঞ্জ’ সিনেমাটিতে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী। ‘ডার্ক ওয়ার্ল্ড’-এ রয়েছেন মুন্না খান, কৌশানি মুখার্জি (কলকাতা) ও দীপা খন্দকার। আর ‘ময়ূরাক্ষী’তে অভিনয় করেছেন নবাগত দ্বীপ ও ববি হক।