‘আজব কারখানা’র জন্য ঢাকায় পরমব্রত, প্রেক্ষাগৃহে আসছে ১২ জুলাই

ঢালিউড, বিনোদন

মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2024-06-27 22:05:47

আসছে ১২ জুলাই সারাদেশে মুক্তি পাচ্ছে শবনম ফেরদৌসী পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আজব কারখানা’। তবে ছবিটি এরইমধ্যে দেশ ও বিদেশের একাধিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। পেয়েছে পুরস্কারও। এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

আর এই সিনেমার মাধ্যমে প্রথমবার বড়পর্দায় অভিষেক হচ্ছে বাংলাদেশর শীর্ষ র‌্যাম্প মডেল শাবনাজ সাদিয়া ইমির। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মেধাবী অভিনেত্রী দিলরুবা দোয়েল। আরও অভিনয় করতে দেখা যাবে বাংলার লোকগানের একাধিক গুণী শিল্পীকে। অতিথি চরিত্রে অভিনয় করেছেন ফাহমিদা নবী, আসিফ ইকবালের মতো তারকারা। সামিয়া জামান প্রযোজিত সরকারি অনুদানের এই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা, পোস্টার উন্মোচন ও টিজার প্রকাশ উপলক্ষ্যে আজ সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত ক্লাবে আয়োজন করা হয় এক প্রীতি অনুষ্ঠান। তাতে অংশ নিতে কলকাতা থেকে ছুটে আসেন পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়া সিনেমা সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন।

আজব কারখানা সিনেমার সংবাদ সম্মেলন / ছবি : ইএন নাঈম

আজ ছিল এই তারকা অভিনেতার জন্মদিন। অনুষ্ঠান শেষে তার জন্মদিনের কেক কেটে উদযাপনও করা হয়।

প্রযোজক সামিয়া জামান বলেন, ‘ছবিটি নিয়ে আমরা অনেক বছর ধরে কাজ করেছি। অবশেষে যে দর্শকের জন্য সিনেমাটি নির্মাণ করেছি তাদের দেখানোর সুযোগ তৈরী হয়েছে। আমরা আগামী ১২ জুলাই থেকে প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।’

নির্মাতা শবনম ফেরদৌসী বলেন, ‘‘আমার জন্য আজকের দিনটি খুবই স্পেশ্যাল। কারণ, আজ আমার প্রথম সিনেমার মুক্তির তারিখ সবার সঙ্গে শেয়ার করছি। একইসঙ্গে আমি আরেকটি ছবি শুরু করতে যাচ্ছি যেটার জন্যও সরকারি অনুদান পেয়েছি। অনেক স্বপ্ন আর কষ্ট নিয়ে ‘আজব কারখানা’ করেছি। বাংলাদেশে সরকার এবং প্রযোজক সামিয়া জামান সহায়তা না করলে আমার এই স্বপ্নের ছবিটি আলোর মুখ দেখতো না। পরমব্রত এতো কষ্ট করেছে বলার মতো নয়। এমনও দিন গেছে তার মতো তারকা অভিনেতা খেয়েছে কিনা সেই খোঁজটুকু আমি নিতে পারিনি কাজের চাপে। সে মুখ বুজে কাজ করেছে। এছাড়া প্রতিটি শিল্পী যার যার জায়গা থেকে কাজটি নিজের মনে করে করেছে।’

আজব কারখানা সিনেমার সংবাদ সম্মেলন

শবনম আরও বলেন, ‘এই ছবিটি আসলে তৈরী করা খুব দরকরা ছিল। গান আমাদের সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ ও ঐতিহ্য। সেই বাংলার গানকে আমরা আরও একটু ছড়িয়ে দিতে চেয়েছি।’

পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, ‘ছবিটি করতে রাজী হয়েছিলাম শুধুমাত্র গানের প্রতি ভালোবাসা থেকে। কারণ গানের পরিবেশেই আমার বেড়ে ওঠা। আমার বাবা মা দুজনই বাংলা গানের প্রচার প্রসারে কাজ করে গেছেন। আমি নিজেও সাধুসঙ্গসহ অনেক কিছু করেছি বাংলা গানকে ভালো করে জানতে। সেই বাংলার গান নিয়ে একটি চলচ্চিত্র হচ্ছে, যেখানে আমি একজন রকস্টারের চরিত্র করতে পারবো, এই লোভ সামলাতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘ছবিটি এর আগে কলকাতায় দুবার প্রদর্শিত হয়েছে। একবার প্রদর্শনের সময় আমি উপস্থিত ছিলাম। তখন ছবিটি দর্শকের কেমন লেগেছে সেটি তাদের চোখে মুখে আমি দেখেছি। কারণ গান ভালোবাসে এমন অজস্র দর্শক আমাদের বাংলায় রয়েছে। আমার বিশ্বাস তারা এই ছবিটি দেখবেন।’

আজব কারখানা সিনেমার সংবাদ সম্মেলন

শাবনাজ সাদিয়া ইমি বলেন, ‘‘আমি এমন একটি ছবি দিয়ে আত্মপ্রকাশ করতে চেয়েছিলাম যেটি নিয়ে সব সময় প্রাউড ফিল করতে পারি। ‘আজব কারখানা’ তেমনি একটি সিনেমা। ছবিটি করতে রাজী হই আমার বিপরীতে পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো অভিনেতা আছে দেখে। তারসঙ্গে কাজ করে আমি অভিনেত্রী হিসেবে অনেক উন্নত হয়েছি বলে মনে করি। আমার আগামী কাজগুলো নির্ভর করবে এই ছবির ফলাফলের ওপর। তাই আমি সবাইকে বলবো আমরা ছবিটি হলে এসে দেখুন, আশা করছি নিরাশ হবেন না।’

দিলরুবা দোয়েল বলেন, ‘ছবিটিতে আমি একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছি। পরমব্রত চট্টোপাধ্যায়ের মতে অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করবে জেনে যেমন আনন্দ লাগছিলো, তেমনি ভয়ও পাচ্ছিলাম। তবে তিনি অনেক সাপোর্টিভ। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভালো। আশা করছি দর্শকেরও ছবিটি ভালো লাগবে।’

এ সম্পর্কিত আরও খবর