এর আগেও বাংলাদেশের বেশকিছু তারকার নাম জড়িয়েছে বলিউডের সঙ্গে। তবে বলিউডের মূলধারার কাজ করে সাম্প্রতিক সময়ে সুনাম কুড়িয়েছেন জয়া আহসান ও আজমেরী হক বাঁধন। এবার তেমনি একটি কাজের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক আরেফিন শুভ’র নাম।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে এবার হিন্দি সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন ভারতীয় চিত্রনাট্যকার ও নির্মাতা সৌমিক সেন। সেই সিরিজের কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে শুভকে। এমনটাই বলছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার।
খবরে বলা হয়েছে, বলিউডের এই সিরিজটিতে আরিফিন শুভর সঙ্গে এতে জুটি বাঁধবেন সৌরসেনী মৈত্র। গুঞ্জন, চিত্রনাট্যের প্রাথমিক খসড়া হয়ে গেছে। দুই অভিনয়শিল্পীর সঙ্গে প্রাথমিক কথা বলাও নাকি শেষ। সব ঠিক থাকলে শীঘ্রই শুটিং শুরু হবে বলে জানা গেছে।
এরমধ্যে একাধিকবার মুম্বাই পাড়ি দিতে দেখা গেছে আরিফিন শুভকেও। তাহলে এই সিরিজের জন্যই কি তাদের মুম্বাই সফর, সেটা হয়তো কিছুদিন পরেই জানা যাবে। কারণ এ বিষয়ে শিল্পী কিংবা পরিচালক কেউই কোনোকিছু স্পষ্ট করেননি। এই প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে নির্মাতা বলেছেন, ‘বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে পারছি না।’
শোনা যাচ্ছে, সিরিজটির প্রযোজনায় থাকছেন কলকাতার গুণী অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। সিরিজটি নির্মিত হবে সনি লিভের জন্য।
প্রসঙ্গত, সর্বশেষ গেল বছর সৌমিক সেনের চিত্রনাট্যে মুক্তি পেয়েছে সিরিজ ‘জুবিলি’। এতে অভিনয় করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অদিতি রাও হায়দরি, রাম কাপুর, অপারশক্তি খুরানা প্রমুখ। তার সর্বশেষ নির্মাণ ‘নাকাব’। তার নির্মিত উল্লেখযোগ্য কাজ হলো ‘গুলাব গ্যাং’, ‘মহালয়া’।