ঊনবিংশ শতাব্দীর গল্পে নির্মিত নাটক ‘হাজত’ প্রচারে আসার পর বেশ প্রশংসা কুড়াচ্ছে। ভিকি জাহেদ পরিচালিত এই নাটকটি এখন পর্যন্ত দেখেছেন সতেরো লাখেরও বেশি দর্শক। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, রওনক হাসানের মতো গুণী শিল্পীরা।
নাটকটি দেখে ইউটিউবে কেউ মন্তব্য করেছেন, ‘বিংশ শতাব্দীতে এসে ঊনবিংশ শতাব্দীর স্বাদ! অসাধারণ, অসাধারণ, অসাধারণ ছিল।’ আবার কেউ কেউ লিখেছেন, ‘রাফসান হক! আবারো পুনর্জন্মের গন্ধ পাচ্ছি।’
গল্প এবং অভিনয় নিয়ে প্রশংসা করেছেন অনেকেই। বেশিরভাগ দর্শক আবার চাইছে নাটকটির দ্বিতীয় পর্ব।
তৌসিফ মাহবুব বলেন, ‘এই কাজটা করার শুরু থেকেই একটা গুড ফিল কাজ করছিল। মনে হয়েছিল ভালো কিছু একটা হবে। যদিও এতে কোনো নায়িকা নেই, রওনক ভাই, অপু ভাই ছিলেন। ভিকি ভাই বরাবরের মতোই অসাধারণ। অনেকেই গল্পের শেষের একটা ডায়লগ নিয়ে বলছে, ইকবাল হক নাকি রাফসান হকের বাবা। এই প্রসঙ্গে আমার কিছু না বলাই ভালো। পরিচালকই বলুক।’
অন্যদিকে নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘দর্শক পছন্দ করেছেন, ভালো ভালো রিভিউ দিচ্ছেন। বেশিরভাগ দর্শকই দেখলাম দ্বিতীয় পর্ব চাইছে। অনেকে এটাকে আবার পুনর্জন্ম সিরিজের সঙ্গে মেলাচ্ছেন। এটা ভালো লাগছে। এমনটাই চেয়েছিলাম।’
আকবর হায়দার মুন্নার প্রযোজনায় ‘হাজত’ নাটকটি দেখা যাচ্ছে ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে।