বিগত কয়েক বছর ধরেই বাংলাদেশের যে সিনেমাগুলো সফলতা দেখিয়েছে তার সিংহভাগই মুক্তি পেয়েছে দুই ঈদে। তাই চলচ্চিত্র সংশ্লিষ্টরা ভাবছেন, ঢালিউড এখন ঈদকেন্দ্রিক হয়ে গেছে। সমালোচকরা তো এও বলছেন, স্টার-সুপারস্টার তখন বলবো যদি ঈদের বাইরে ছবি হিট করাতে পারে।
এবার তেমনি আশার আলো দেখা যাচ্ছে ঢাকাই সিনেমায়। একাধিক বড় বাজেট ও বড় তারকার সিনেমা আসতে চলেছে সিনেমা হলে। এই ছবিগুলো ঢালিউডের প্রেক্ষাপটও বদলে দিতে পারে। ঈদকেন্দ্রিক হয়ে পড়ার বদনামও হয়তো ঘুচে যাবে ছবিগুলো ভালো ব্যবসা করলে।
শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’
এ বছরের অন্যতম আলোচিত ছবি ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। যে ছবির মুখ্য চরিত্রে রয়েছেন । ‘তুফান’ সিনেমার তুফানি সাফল্যের পর অনন্য মামুন পরিচালিত এ ছবিটি নিয়ে প্রত্যাশা থাকতেই পারে দর্শকের। এরইমধ্যে ‘দরদ’-এর টিজার প্রকাশিত হয়েছে। দর্শক বেশ পছন্দ করেছে তা। যেখানে রোমান্টিক ও সাইকো ধাঁচের চরিত্রে দেখা গেছে শাকিবকে। তার নানামাত্রিক চরিত্রের লুক আর সংলাপে মুগ্ধ হয়েছেন দর্শক। এ ছবির মাধ্যমে প্রথমবার শাকিবের বিপরীতে অভিনয় করলেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এতে আরও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়াসহ অনেকেই। প্রযোজনা সংস্থার মতো আগামী সেপ্টেম্বরের দিকে মুক্তি দেওয়া হবে ছবিটি।
সিয়াম-বুবলী-দীঘির ‘জংলি’
গেল ঈদুল আজহায় মুক্তির কথা ছিল এম রাহিম পরিচালিত ‘জংলি’ ছবির। সিয়াম আহমেদ, বুবলী ও দীঘি অভিনীত এ ছবির পোস্টার প্রকাশ করে মুক্তির আগাম বার্তা দিয়েছিল প্রযোজনা সংস্থা। শুটিং শেষ না হওয়ায় ঈদের ক’দিন আগে মুক্তির সিদ্ধান্ত থেকে সরে যায়। সংশ্লিষ্টরা জানান, শুটিং শেষ করে এ বছরের শেষেই ‘জংলি’ মুক্তি দেওয়া হবে। সেভাবে এগোচ্ছেন সিয়াম-বুবলী-দীঘিরা। এম রাহিম বলেন, ‘আমরা চেষ্টা করেছিলাম ঈদুল আজহাতে মুক্তি দিতে। সে পরিকল্পনা অনুসারে শুটিংও শুরু করি। তবে নির্ধারিত সময়ের মধ্যে শুটিং শেষ না হওয়ায় ঈদে আসা হয়নি। এখন ছবিটি মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। শিগগিরই আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ জানানো হবে।’ সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ। ছবিটির চারটি গানের সুর ও সংগীত করেছেন প্রিন্স মাহমুদ।
আরিফিন শুভ-রায়হান রাফীর ‘নূর’
‘মুজিব’খ্যাত নায়ক আরিফিন শুভ অভিনীত ‘নূর’ মুক্তির অপেক্ষায় রয়েছে। ইতোমধ্যে ছবির ফার্স্টলুক পোস্টার প্রকাশিত হয়েছে। ‘নূর’ পরিচালনা করেছেন ‘তুফান’-এর মতো হিট ছবির নির্মাতা রায়হান রাফী। শুভর বিপরীতে আছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। ‘নূর’ ছবির সবকিছুই শেষ হয়েছে। অপেক্ষা শুধুই মুক্তির। ক’দিন আগে ‘নূর’ মুক্তির আভাস পাওয়া গেছে। ঈদের সিনেমা ‘তুফান’ ছবির প্রিমিয়ারে এর টিশার্ট পরে এসেছিলেন শুভ। বোঝা যাচ্ছে, এরইমধ্যে শুভ তার ‘নূর’ ছবির প্রচারণা শুরু করে দিয়েছেন। প্রযোজনা সংস্থার বরাতে জানা গেছে, ছবিটি সেপ্টেম্বরের দিকেই মুক্তি পাবে।
বাঁধনের ‘এশা মার্ডার : কর্মফল’
সানী সানোয়ার পরিচালিত ‘এশা মার্ডার: কর্মফল’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এটি ঈদুল আজহায় মুক্তির কথা থাকলেও সরে যায়। তবে এ বছর যে মুক্তি পাবে সেটি মোটামুটি নিশ্চিত। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ছবিটিতে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, রওনক রিপন, ফারুক আহমেদ, শরীফ সিরাজ, সুষমা সরকারসহ অনেকেই।
আরিফিন শুভ’র আরেক ছবি ‘নীলচক্র’
আরিফিন শুভ অভিনীত নতুন সিনেমা ‘নীলচক্র’ও মুক্তির অপেক্ষায় রয়েছে। ইতোমধ্যে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার প্রকাশিত হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন মিঠু খান। সিনেমায় আরিফিন শুভর সঙ্গে নায়িকা হিসেবে আছেন মন্দিরা চক্রবর্তী। এ ছবির মাধ্যমেই প্রথমবার জুটি হয়েছেন তারা। ছবিতে কণ্ঠশিল্পী বালাম অভিনয় করেছেন বলে শোনা গেছে। এ ছাড়াও, অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, প্রিয়ন্তী ঊর্বীসহ অনেকেই। চলতি বছরের শেষের দিকে ছবিটি মুক্তির আভাস দিয়েছেন পরিচালক।