কতোটা প্রত্যাশা পূরণ করলো ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ ?

হলিউড, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2024-07-28 13:41:35

রায়ান রেনল্ডস ‘ডেডপুল’ হিসেবে অপ্রতিরোধ্য। উলভারিন হিসেবে হিউ জ্যাকম্যানের কোনো তুলনা নেই। তাই তাদের রসায়ন দেখার জন্য উদগ্রীব ছিলেন ভক্তরা। তাইতো হলিউডের ‘ডেডপুল’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ নিয়ে ভক্তদের আগ্রহের কমতি ছিলো না। এ বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি ‘ডেডপুল থ্রি’। অবশেষে গত ২৬ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ছবিটি।

‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ সিনেমাটি এই ফ্রাঞ্চাইজির সর্বোচ্চ লম্বা সিনেমা, যার দৈর্ঘ্য ২ ঘণ্টা ৭ মিনিট। তারপরও অধিকাংশ দর্শক-সমালোচকই জানিয়েছেন, পুরো ছবিতে চোখের পলক ফেলা দায়! রায়ান রেনল্ড ও হিউ জ্যাকম্যান অভিনীত ছবিটি প্রত্যাশা পূরণ করতে পেরেছেন ভালোভাবেই। এছাড়া সিনেমার ক্যামিও চরিত্রগুলো নিয়েও ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন অনেকে। শন লেভির পরিচালনাও প্রশংসা পাচ্ছে।

রায়ান রেনল্ড ও হিউ জ্যাকম্যান

দর্শক প্রতিক্রিয়া এতটাই ভালো এসেছে যে শুক্রবার হুমড়ি খেয়ে পড়েছে উত্তর আমেরিকার দর্শক। উত্তর আমেরিকায় প্রথম দিন বৃহস্পতিবারের প্রিভিউ থেকে আয় এসেছে ৩৮.৫ মিলিয়ন ডলার, আর রেটেড ছবির জগতে এটাই সর্বোচ্চ। এখনও যুক্তরাষ্ট্রের সব স্থানে মুক্তি পায়নি তাতেই বৃহস্পতি-শুক্র দুই দিনে ছবিটি আয় করেছে ৬৪.৮ মিলিয়ন ডলার। বিশ্বব্যাপী ছবিটি দুই দিনেই আয় করেছে ১০৩.৩ মিলিয়ন ডলার।

সিনেমাটির মুক্তি নিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতেও শুরু হয়ে গেছে উৎসব। শুক্রবার মুক্তির প্রথম দিনে ছবিটি ভারতে আয় করেছে ২১.৫ কোটি রুপি। এই ছবির প্রভাব পড়েছে গত শুক্রবার মুক্তি পাওয়া বলিউডের ছবি ‘ব্যাড নিউজ’-এর ওপরে।

‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ সিনেমার দৃশ্য

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

এ সম্পর্কিত আরও খবর