শেখ হাসিনার জন্য জীবন দিতে প্রস্তুত: জ্যোতিকা জ্যোতি

সংস্কৃতি অঙ্গন, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2024-08-04 17:12:53

কোটা সংস্কার আন্দোলনের শুরুতে অনেকের মতো জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিও ছাত্রদের পাশেই ছিলেন। কিন্তু ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে একদল কুচক্রী শক্তির রাষ্ট্রীয় সম্পদ ধংসের পর থেকে এই আন্দোলন থেকে নিজের সমর্থন প্রত্যাহার করে সরকারের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন।

আর গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সরকার পতনের ডাক দিলে না একেবারেই মানতে পারছেনা জ্যোতিকা জ্যোতি। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হিসেবে এই অভিনেত্রীর পরিচিতি রয়েছে। তাইতো তিন আজ ফেসবুকে লিখেছেন, ‘দাবি যেহেতু ১ দফায় এসে গেছে, এবার আর ধৈর্য্য নয়, ঘরে থাকা নয়। এবার রাস্তায় নামবে শেখ হাসিনার ব্যক্তিগত জয় বাংলা বাহিনী-আওয়ামীলীগের রিজার্ভ ফোর্স, যারা মুজিববাদ বুকে নিয়ে শেখ হাসিনার জন্য জীবন দিতে প্রস্তুত।’

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

জ্যোতি আহ্বান জানিয়েছেন, ‘রাজধানী থেকে শুরু করে দেশের আনাচে কানাচের আমার প্রিয় জয় বাংলার ভাই বোনেরা, রাত পোহালেই রাজপথে শুরু করো আলোর মিছিল। দেখা হবে বিজয়ে!’

সোশ্যাল মিডিযায় প্রচার হওয়া গুজবের ওপরও দৃষ্টিপাত করেছেন এই তারকা। লিখেছেন, ‘‘যারা ভেবেছিলেন এবং প্রচার করেছিলেন বিকেলের মধ্যে সেনাবাহিনীর ক্ষমতা দখলের মধ্যে দিয়ে আপনাদের একদফা বাস্তবায়িত হয়ে যাবে, তাদের জন্য আপডেট-

গতকাল (৩ আগস্ট) দুপুরে ঢাকা ক্যান্টনমেন্টে সেনা অফিসার ও ভিটিসির মাধ্যমে সেনাবাহিনীর সব ডিভিশনের কর্মকর্তাদের উদ্দেশে দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

সেনাপ্রধান বলেন, ‘আপনারা সোশ্যাল মিডিয়া পোস্ট দ্বারা পক্ষপাতদুষ্ট হবেন না এবং অন্ধভাবে বিশ্বাস করবেন না। সোশ্যাল মিডিয়ায় আপনারা যা দেখছেন তা সত্য নাও হতে পারে। গুজব এড়িয়ে চলুন। দেশে এখন একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে, যা স্বাভাবিক করার দায়িত্বে সেনাবাহিনীকে সারা দেশে নিয়োজিত করা হয়েছে।’

এমন প্রেক্ষাপটে রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুরের হাত থেকে রক্ষা করার দায়িত্বও সেনাবাহিনীর বলে তিনি উল্লেখ করেন। তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের কর্তৃক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিছু সতর্কীকরণ ফায়ার করা হলেও তাতে কোনো নিহতের ঘটনা ঘটেনি। শুধু পাঁচজন বেসামরিক ব্যক্তির আহতের খবর পাওয়া গেছে।

নির্বাহী আদেশ ছাড়া যে কোনো উসকানির মুখেও ছাত্র ও সাধারণ জনগণের দিকে গুলি না ছুড়তে সব সেনাসদস্যদের নির্দেশ প্রদান করেন সেনাপ্রধান। এ ছাড়া ডেপুটেশনে থাকা সামরিক কর্মকর্তাদের সর্বতোভাবে সহযোগিতা প্রদান করার আহ্বানও জানান।

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

সাম্প্রতিক অতীতে পুলিশ সদস্যদের গুলিতে কিছু সংখ্যক অনাকাক্সিক্ষত হতাহতের কথাও উল্লেখ করেন তিনি। পরিশেষে সবাইকে উদ্দেশ করে বলেন, ‘আপনাদের কারো মনে কোনো প্রশ্ন জন্ম নিলে সরাসরি আমাকে জিজ্ঞেস করবেন এবং কখনোই গুজবে বিভ্রান্ত হবেন না।’’

এ সম্পর্কিত আরও খবর