এফডিসির এমডি বদল, সাবেকের বিরুদ্ধে ছিলো অভিযোগ

ঢালিউড, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2024-08-08 17:45:23

সেনা বাহিনী, পুলিশ বাহিনী, ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ নানা গুরুত্বপূর্ণ সংস্থার কর্তা ব্যক্তির দায়িত্ব বদলে গেছে সম্প্রতি। এবার বদলে গেলো বাংলাদেশের চলচ্চিত্রের আতুরঘর হিসেবে বিবেচিত বিএফডিসির এমডিও। 

গেল অনেক বছর ধরেই ভুগছিল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) কর্মচারীরা। বেতন জটিলতা থেকে শুরু করে নানান ইস্যুতেই সংস্থাটির এমডি নুজহাত ইয়াসমিনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন কর্মচারীরা, তাকে অপসারণের জন্য সিনেমা সংশ্লিষ্ট ১৭টি সংগঠনও লম্বা সময় আন্দোলন করে আসছিলো।

অবশেষে সেই আন্দোলনের ফল এলো সরকার পতনের মধ্য দিয়ে। বিএফডিসি’র নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন অতিরিক্ত সচিব দিলীপ কুমার বণিক। তথ্যটি নিশ্চিত করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পনির্দেশক ও বিএফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া।

দিলীপ কুমার বণিক ৭ আগস্ট বিএফডিসি কার্যালয়ে যোগদান করেছেন বলেও জানান এই কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও খবর