কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে সরকার পতনের আন্দোলন পর্যন্ত দারুণ সক্রিয় ছিলেন প্রখ্যাত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। অসুস্থতার জন্য সশরীরে রাস্তায় না নামতে পারলেও এই নির্মাতা প্রতিনিয়ত তার ফেসবুকে পোস্টে ছাত্রদের উৎসাহ দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। তবে আপাতত অনলাইন অ্যাক্টিভিজম থেকে বিরতি নিচ্ছেন এই নির্মাতা। মন দেবেন নিজের পরিচালনার কাজে।
যেতে যেতে বলে গেলেন কি কাজ নিয়ে সামনে আসতে চলেছেন সেটিও। আজ সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ফারুকী জানান, ‘আজকে নতুন সরকার দায়িত্ব নিবে। এক সময় ভাবছিলাম এই ফ্যাসিজম থেকে বোধ হয় আমাদের জীবদ্দশায় আর মুক্তি নাই। বাংলার সর্বস্তরের তরুণেরা আমাদের সেই কাঙ্ক্ষিত মুক্তির খোঁজ দিয়েছে। এদের সবাইকে স্যালুট এবং প্রফেসর ইউনূসকে অভিনন্দন জানানোর মধ্য দিয়ে আমার অনলাইন অ্যাক্টিভিজমের বিরতি নিলাম।
এরপর তিনি লিখেছেন, ‘এর আগের অন্তর্বর্তী সরকারের সময় আমি বানাই ৪২০। প্রকৃতির কি বিচিত্র খেয়াল, আবার আসছে সেরকম একটা দুষ্ট কিছু, তাও আরেক অন্তর্বর্তী সরকারের আমলে, যেটার শুটিং করেছি ফ্যাসিবাদের কালে। খোদার কসম এটা মুক্তি পাওয়ার পরে তোমরা ভাইবো না আমি আগেই জানতাম এই সময়ে অন্তর্বর্তী সরকার আসবে। নাইলে এইটা কোন সাহসে বানাইলাম?’
সবশেষে ফারুকী লিখেছেন, ‘সো গাইজ গেট রেডি ফর আ ওয়াইল্ড রাইড সুন। অচিরেই জানাবো বিস্তারিত। আপাতত এইটুকু বলা যাক, এটা আমার প্রিয় জঁরা (ঘরানা)- পলিটিক্যাল স্যাটায়ার। আর কে না জানে, স্যাটায়ার হচ্ছে সেই চাবুক যেটা ক্ষমতাবানদের আতঙ্কিত করে। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন।’