আজ বিকেলে শহীদ মিনারে বসেছিল শোবিজ তারকাদের মিলনমেলা। না, তারা কোন শিল্পকর্ম প্রদর্শন কিংবা গ্ল্যামারের ছটা নিয়ে হাজির হননি।
দেশের এই সময়কে ক্রান্তিকাল বলছেন ভিজ্যুয়াল মিডিয়ার শিল্পী, কলা-কুশলীরা।
তাইতো এই অস্থির অবস্থা থেকে উত্তরণের জন্য তারা আস্থা রেখেছিলো আন্দোলনরত তরুণ ছাত্রসমাজের উপর।
এখন ছাত্রসমাজের পছন্দ মতো সরকার বসেছে ক্ষমতায়। তাইতো নতুন সরকারের যাত্রালগ্নে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেওয়া সংস্কৃতিকর্মীরা চায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে।
নিজেদের অস্তিত্বকে জানান দিতেই আজ ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’-এর ব্যানারে এই মিলনমেলার আয়োজন করা হয়। সেখানে হাজির হন অনেকেই।
সাধারন মানুষের সঙ্গে মিশে যান জনপ্রিয় তারকারা। সেই তালিকায় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, রাফিয়াত রশিদ মিথিলা, কাজী রুখসানা রুমা,
সাফা কবির, মুমতাহিনা চৌধুরী টয়া, অর্চিতা স্পর্শিয়া, সাবেরী আলম, নিশাত প্রিয়ম, শাহানা সুমি, রুকাইয়া জাহান চমক, নাজিয়া হক অর্ষা ও তার স্বামী অভিনেতা নূর ইমরান।
আরও ছিলেন চিত্রনায়িকা আইরিন সুলতানা, নির্মাতা অমিতাভ রেজা, অভিনেতা ইরেশ যাকের, সুমন আনোয়ার, গোলাম কিবরিয়া তানভীর প্রমুখ।
শুধু শহীদ মিনার নয়, চারুকলার ছবির হাটের প্রাকৃতিক পরিবেশে গান বাজনার আয়োজন করেন শিল্পীরা।
দর্শকসারিতে ছিলেন নির্মাতা রেদোয়ান রনি, অভিনেত্রী মিথিলা ও তার বড় বোন মিম, উপস্থাপক মারিয়া নূর, অভিনেত্রী সাফা কবির, টয়া, স্পর্শিয়া প্রমূখ।
গান গেয়ে শোনান সভ্যতা, আরমিন মূসাসহ বেশ ক’জন শিল্পী।