লোকার্নোতে শাহরুখই প্রথম পেলেন ‘পারদো আলা ক্যারিয়ার’!

বলিউড, বিনোদন

মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2024-08-11 13:48:44

গতকাল (১০ আগস্ট) বিশ্ব সিনেমার অন্যতম মানসম্মত উৎসব ‘লোকার্নো’র ৭৭ তম আসরের পর্দা উঠেছে সুইজারল্যান্ডে । শাহরুখ খানের ভক্তরা এরইমধ্যে জেনে গেছেন এ বছর এই বলিউড কিং’কে লোকার্নো চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননা দেওয়া হবে। উৎসবে যোগ দিতে গত ৯ আগস্ট সুইজারল্যান্ডের উদ্দেশে উড়ে যান শাহরুখ।

আর উদ্বোধনী দিনেই তার হাতে তুলে দেওয়া এই স্পেশ্যাল সম্মাননা। সেই ছবি প্রকাশের পর ভক্তরা তাদের প্রিয় তারকাকে নিয়ে দারুণ উচ্ছ্বসিত।

জানা গেছে, অভিনেতার সুদীর্ঘ ফিল্ম ক্যারিয়ারের কৃতিত্বকে পুরস্কৃত করা হয়েছে। ভারতীয় চলচ্চিত্রে তার অনস্বীকার্য অবদানের জন্য লোকার্নো চলচ্চিত্র উৎসবে বিশেষ মর্যাদাপূর্ণ ‘পারদো আলা ক্যারিয়ার’ তুলে দেওয়া হয় শাহরুখ খানের হাতে। গতকাল সন্ধ্যায় পিয়াজা গ্র্যান্ডে পুরস্কার গ্রহণ করেন বলিউড বাদশা। 

লোকার্নো চলচ্চিত্র উৎসবের মঞ্চে শাহরুখ খান

শাহরুখ খানই প্রথম ভারতীয় শিল্পী যাকে লোকার্নোতে এমন বিশেষ সম্মানে ভূষিত করা হলো। স্বাভাবিকভাবেই তিনি এই পুরস্কার নিয়ে দারুণ এক্সাইটেড। পুরস্কার গ্রহণ করে শাহরুখ খান লোকার্নোর মঞ্চে বলেন, ‘এই পুরস্কার আমাকে ভীষণ অনুপ্রানীত করেছে। কারণ এটি বিশ্ব সিনেমার মঞ্চ থেকে আমার হাতে এসেছে। পুরস্কারটি খুব সুন্দর। আমি ধন্যবাদ জানাতে চাই আমার ভক্ত-দর্শককে যারা আমার কাজকে এতো বছর সমানভাবে ভালোবাসা দিয়ে আসছেন। ধন্যবাদ লোকার্নো উৎসবকে আমাকে পুরস্কৃত করার জন্য। এখানে এসে এতো ভালোবাসা পেয়েছি, মনে হচ্ছে নিজের দেশেই আছি।’

পুরস্কার নিয়েই বাড়িতে ফিরে আসছেন না শাহরুখ। আজ স্পাজিও সিনেমার ফোরামে উপস্থিত রয়েছেন তিনি। এছাড়া উৎসবে প্রদর্শিত হবে তার অভিনীত আইকনিক সিনেমা ‘দেবদাস’।

লোকার্নো চলচ্চিত্র উৎসবের মঞ্চে শাহরুখ খান

১০ দিনব্যাপী লোকার্নো উৎসবে দেখানো হবে ২২৫টি ছবি। এর মাঝে ১০৪টি ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে উৎসবে। মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নিচ্ছে ১৭টি ছবি। উৎসবের পর্দা উঠেছে ইতালিয়ান নির্মাতা জানলুকা জডিসের সিনেমা ‘দ্য ফ্লাড’ সিনেমা দিয়ে। ১৭ আগস্ট নামবে লোকার্নো চলচ্চিত্র উৎসবের পর্দা।

এদিকে, দিন কয়েক আগেই চোখের অস্ত্রোপচারের জন্যে মার্কিন মুলুকে পাড়ি দিয়েছিলেন শাহরুখ। মুম্বাইয়ে থেকে প্রথমে চোখের চিকিৎসা করিয়েছিলেন তিনি। কিন্তু পরিকল্পনা মাফিক চিকিৎসা না হওয়ায় তিনি আমেরিকা যান চোখের চিকিৎসার জন্য। চোখের সমস্যার কারণেই তাকে সানগ্লাস পরেই দেখা যায় উৎসবে।

লোকার্নো চলচ্চিত্র উৎসবের মঞ্চে শাহরুখ খান

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস ও ফিল্মফেয়ার

এ সম্পর্কিত আরও খবর