তরুণ নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরীর প্রথম সিনেমা ‘বলী’ গত বছরই বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নিউ কারেন্টস পুরস্কার জিতেছিল, যা ছিল দেশের বড় অর্জনের একটি। এবার সেই একই ফেস্টিভ্যাল থেকে আরেকটি সুখবর বয়ে আনলেন এই নির্মাতা। তার নতুন সিনেমা ‘ঢাকার নাগিন’ বুসানের এশিয়ান প্রজেক্ট মার্কেটে (এপিএম) নির্বাচিত হয়েছে।
এর ফলে ছবিটি নির্মাণের জন্য আর্থিক বড় সহযোগিতা পাবেন ইকবাল। এছাড়া পাবেন প্রি-প্রোডাকশন ও পোস্ট প্রোডাকশনের জন্য সরাসরি সহযোগিতা এবং প্রযুক্তিগত সাহায্য। শুধু তা-ই নয়, সম্মানজনক এই প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হওয়া সিনেমাগুলোকে আলাদা করে গুরুত্ব দেওয়া হয় কান, বার্লিন, ভেনিস, টরন্টোসহ সম্মানজনক উৎসবে। সব মিলিয়ে এশিয়ার অন্যতম বড় এই চলচ্চিত্র বাজার নিয়ে তরুণ নির্মাতাদের ব্যাপক আগ্রহ থাকে।
বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজন এই এশিয়ান প্রজেক্ট মার্কেট। এই সিনেমা বাজারে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩০টি সিনেমা নির্বাচিত হয়েছে। গতকাল (১৩ আগস্ট) এই তালিকা প্রকাশ করেছে উৎসব কর্তৃপক্ষ। সেই তালিকায় জায়গা পেয়েছে বাংলাদেশের ‘ঢাকার নাগিন।’
আন্তর্জাতিক গণমাধ্যম ডেডলাইনে শুরুতেই ‘ঢাকার নাগিন’ নিয়ে বলা হয়েছে। তারা লিখেছে, এবারও এশিয়ার বেশির ভাগ দেশ থেকে প্রজেক্টগুলো নির্বাচিত হয়েছে। এর মধ্যে অনেকেই রয়েছেন, যাদের সিনেমা এর আগে কোরিয়ার এই উৎসবে মনোনীত ও পুরস্কৃত হয়েছে। এই তালিকার মধ্যে রয়েছে ‘ঢাকার নাগিন’ সিনেমাটি। এটি নির্মাণ করবেন বাংলাদেশের পরিচালক ইকবাল এইচ চৌধুরী।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, এই পরিচালক সর্বশেষ আয়োজিত বুসান উৎসব থেকে ‘বলী’ সিনেমার জন্য নিউ কারেন্টস পুরস্কার জয় করেন। ‘ঢাকার নাগিন’ সিনেমাটির গল্প সম্পর্কে কিছু জানা না গেলেও এতে প্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন ইকবাল ও চিত্রগ্রাহক তুহিন তমিজুল।
প্রসঙ্গত, এর আগে ২০২২ সালে মাকসুদ হোসাইনের ‘সাফা’ ও গত বছর রবিউল আলম রবির ‘সুরাইয়া’ নির্বাচিত হয় এই সিনেমা বাজারে। এর আগেও কিছু সিনেমা নির্বাচিত হয়েছে। আগামী অক্টোবরের ২-১১ তারিখ পর্যন্ত চলবে বুসান চলচ্চিত্র উৎসব। এর মধ্যেই প্রজেক্ট মার্কেটের এই আসর বসবে ৫-৮ অক্টোবর। সেখানে প্রযোজক ও পরিচালকেরা নিজেদের সিনেমাকে তুলে ধরবেন।