জুয়া খেলা বাংলাদেশে একটি শাস্তিযোগ্য অপরাধ। জুয়ার কোনো বিজ্ঞাপন কিংবা প্রচারণায় জড়িত থাকাও এক ধরনের অপরাধ।
ফলে জুয়ার বিজ্ঞাপনে মডেল হয়ে তুমুল সমালোচিত হয়েছেন ক্রিকেট তারকা সাকিব আল হাসান। পেয়েছেন শাস্তিও। চলতি বছরে নিষিদ্ধ অনলাইন জুয়া কোম্পানির বিজ্ঞাপনে অনেক অভিনেত্রীও নাম লিখিয়েছেন।
এবার জুয়ার বিজ্ঞাপনে দেখা যাচ্ছে জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরীকে। অনলাইনে জুয়ার একটি পেইজে পূজা চেরীর নাম ও ছবি ব্যবহার করে চলছে বিজ্ঞাপন। জুয়ার সঙ্গে পূজার এই সম্পৃক্ততায় অনেকে অবাক হয়েছেন!
তবে ঘটনাটি সত্য নয়। বিষয়টি নজরে আসার পরপরই আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই নায়িকা। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের নজরে এলে বিষয়টি সম্পর্কে সচেতন থাকতেও বলেছেন পূজা।
তার ভাষায়, ‘কতিপয় অসাধু পেজ থেকে আমার ছবি ব্যবহার করে অনলাইন জুয়া বা গেমিং অ্যাপ প্রোমোশন করছে। যার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে যুক্ত কিংবা অবগত নই। সুতরাং আমি শিগগিরই আইনি ব্যবস্থা নেবো। আপনারা কেউ প্রতারিত হলে সেটার জন্য আমি দায়ী থাকবো না, ধন্যবাদ।’
বলা দরকার, শিশুশিল্পী হিসেবে অভিনয় ক্যারিয়ার শুরু করলেও নায়িকাজীবন তার মাত্র ছয় বছরের। এরমধ্যে পূজা অভিনীত ১২টি সিনেমা মুক্তি পেয়েছে।