তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাঁধন সরকার পূজা। ২০০৮ সালে চ্যানেল আই-এর জনপ্রিয় রিয়েলিটি শো ‘সেরা কণ্ঠ’র প্রথম সিজনের মাধ্যমে পরিচিতি পান তিনি।
তবে ছোটবেলা থেকে ক্ল্যাসিক্যাল গানের চর্চা করার সুবাদে প্রচারের আলোয় আসেন এই শিল্পী। বিটিভির জনপ্রিয় প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুড়ি’তে তিনি জিতেছেন একাধিক পুরস্কার।
এরপর অডিও, স্টেজ শো, প্লেব্যাক, জিঙ্গেল আর কনসার্ট নিয়ে কেটে গেলো ১৫ বছর। মৌলিক গান নিয়েই বেশি কাজ করেছেন পূজা। তার প্রজন্মের খুব কম শিল্পী আছেন যার জনপ্রিয় হওয়া মৌলিক গান পূজার চেয়ে বেশি।
এবার পূজা তার ভক্তদের দিলেন দারুণ এক সুখবর। গতকাল নিজের ফেসবুক প্রোফাইলে পূজা জানান, তার মৌলিক গানগুলোর মধ্যে ইউটিউবে প্রকাশ পাওয়া ১০টি গান (সিনেমার গান বাদে) কোটির ঘরে পা রেখেছে।
গানগুলোর তালিকা প্রকাশ করেছেন পূজা নিজেই। এরমধ্যে রয়েছে-
তুমি দূরে দূরে আর থেকো না - ইমরান, পূজা (৮৪ মিলিয়ন)
এতো কাছে - কাজী শুভ, পূজা (৪১ মিলিয়ন)
চুপি চুপি - মিলন,পূজা (৪০ মিলিয়ন)
একটাই তুমি - তাহসান, পূজা (৩৪ মিলিয়ন)
তোমার আমার ভালোবাসা - আরেফিন রুমী, পূজা (৩১ মিলিয়ন)
তুমি ছাড়া - মিলন, পূজা (৩০ মিলিয়ন)
কেনো বারে বারে - ইমরান, পূজা (২৭ মিলিয়ন)
মানেনা মন - ইমারান, পূজা (১৫ মিলিয়ন)
তোমায় ছেড়ে - মিলন, পূজা (১০ মিলিয়ন)
সাত জনম - কাজী শুভ, পূজা (১০ মিলিয়ন)।