শ্রদ্ধা কাপুর এখন ভারতের তৃতীয় ব্যক্তি!

বলিউড, বিনোদন

মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2024-08-22 16:27:12

বলিউডের সুপারস্টার অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সময়টা দারুণ কাটছে। ব্যক্তিজীবনে প্রেম ভাঙার কষ্ট সামলে উঠতে কিছুটা সময় লেগেছে।

তবে বর্তমানে তাকে ক্যামেরার সামনে বিনয়ী আর হাসিখুশিই দেখা যায়। তাই বোঝা যাচ্ছে সিঙ্গেল লাইফে ভালোই আছেন এই নায়িকা।

পেশাগত জীবনেও সদ্য দারুণ সফলতা এসেছে শ্রদ্ধার। তার অভিনীত ‘স্ত্রী ২’ ছবিটি এ বছরের অন্যতম ব্যবসাসফল সিনেমা হতে চলেছে। গত ১৫ আগস্ট মুক্তি পাওয়া হরর কমেডি ছবিটি এরইমধ্যে ৪০০ কোটি রুপি আয় করেছে। যারমধ্যে শুধু ভারতেই আয় ৪০০ কোটি।

‘স্ত্রী ২’ ছবিতে শ্রদ্ধা কাপুর

এছাড়া সম্প্রতি খবর এসেছে, এই গ্ল্যামার গার্লকে দেখা যাবে বলিউডের গ্রিক গত’খ্যাত অভিনেতা হৃত্বিক রোশনের ক্যারিয়ারের অন্যতম সফল ছবি ‘কৃষ’-এর নতুন কিস্তিতে। অর্থাৎ ‘কৃষ ৪’-এর নায়িকা হতে চলেছেন শ্রদ্ধা।

এরইমধ্যে এলো আরেকটি দারুণ খবর। শ্রদ্ধার ভক্তরা তাদের প্রিয় তারকাকে কতোটা ভালোবাসেন তার প্রমাণ দিলেন আরেকবার।

শ্রদ্ধা কাপুর

এজন্য শ্রদ্ধা কাপুর অর্জন করেছেন সর্ব ভারতীয়দের মধ্যে তৃতীয় স্থান! আর এটা হয়েছে ভারতে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ‘ইন্সগ্রাম’ অনুসারির দিক দিয়ে। এই তালিকায় তিনি এখন তৃতীয় অবস্থানে রয়েছেন।

অনেক আগে থেকেই ভারতে ইন্সটাগ্রাম অনুসারির দিক দিয়ে শীর্ষে অবস্থান করছেন ক্রিকেট তারকা বিরাট কোহলি। দ্বিতীয় অবস্থানে আছেন বলিউডের আরেক নামকরা অভিনেত্রী। যিনি এখন হলিউডেও দাপট দেখাচ্ছেন। তিনি আর কেউ নন, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।

প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও বিরাট কোহলি

এই তালিকায় শ্রদ্ধা শুরু থেকেই ভালো অবস্থানে থাকলেও আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, সালমান খান, ক্যাটরিনা কাইফ ও জ্যাকুলিন ফার্নান্দেজদের মতো বলিউড তারকাদের সঙ্গে পেরে ওঠেননি।

তবে করোনার পর থেকেই শ্রদ্ধার অনুসারি হু হু করে বাড়তে থাকে। তিনি ধীরে ধীরে সবাইকে পেছনে ফেলে দেন। যদিও আলিয়া আর দীপিকাকে ছাড়িয়ে যেতে তার একটু বেশি সময় লেগেছে।

ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাট

আর ‘স্ত্রী ২’র প্রচারণাকালীন তার অনুসারি এতোটাই বেড়ে যায় যে, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও পেছনে ফেলে দিয়েছেন। ফলে ইন্সটাগ্রাম অনুসারির দিক দিয়ে শ্রদ্ধাই এখন ভারতের তৃতীয় ব্যক্তি। এখন তার অনুসারির সংখ্যা ৯১.৬ মিলিয়ন। আর নরেন্দ্র মোদীর রয়েছে ৯১.৩ মিলিয়ন।

এই তালিকায় শীর্ষে থাকা বিরটা কোহলির ফলোয়ার সংখ্যা এখন ২৭০ মিলিয়ন। দ্বিতীয় অবস্থানে থাকা প্রিয়াঙ্কা চোপড়ার (শোবিজ তারকাদের মধ্যে তিনিই শীর্ষে) ফলোয়ার ৯১.৮ মিলিয়ন। এছাড়া ৫ম অবস্থানে থাকা আলিয়া ভাটের ৮৫.২ মিলিয়ন। আর ৬ষ্ঠ অবস্থানে থাকা ক্যাটরিনা কাইফের ফলোয়ার সংখ্যা ৮০.৪ মিলিয়ন। সেদিক থেকে দীপিকা অনেক পিছিয়ে গেছেন। এক সময় বলিউড তারকাদের মধ্যে দ্বিতীয় অবস্থানে থাকা দীপিকা এখন রয়েছেন ৭ম অবস্থানে। তার ফলোয়ার সংখ্যা এখন ৭৯.৯ মিলিয়ন। এর ঠিক পরেই রয়েছেন গায়িকা নেহা কাক্কার (৭৮.৭ মিলিয়ন)। বলিউডের অভিনেতাদের মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ার সালমান খানের (৬৯.৩ মিলিয়ন)। তিনি আছেন বলিউড তারকাদের মধ্যে ১০ম অবস্থানে।

শ্রদ্ধা কাপুর

শ্রদ্ধা কাপুরের ফলোয়ার যে অনুপাতে বাড়ছে তাতে হয়তো খুব দ্রুত তিনি প্রিয়াঙ্কা চোপড়াকে পেছনে ফেলে বলিউডের শীর্ষ অনুসারির মুকুটটি দখল করতে পারেন।

এ সম্পর্কিত আরও খবর