চলতি বছরের জুনে মুক্তি পাওয়া ভারতীয় সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’ বক্স অফিসে বাজিমাত করে। ৬২০ কোটি রুপি ব্যয়ে নির্মিতি সিনেমাটি মুক্তির আগেই বিশেষজ্ঞদের ধারণা ছিল, এই ছবি রেকর্ড ব্যবসা করবে।
প্রেক্ষাগৃহে মুক্তির পর ট্রেড অ্যানালিস্টদের অনুমানই সত্যি হয়। নাগ অশ্বিন নির্মিত এই মহাকাব্যিক সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে প্রায় হাজার কোটি রুপি।
যারা সিনেমা হলে ছবিটি দেখতে পারেননি তারা ওটিটিতে মুক্তির অপেক্ষায় ছিলেন। তবে খুব বেশী অপেক্ষা করতে হলো না। সুপারস্টার প্রভাস ও দীপিকা পাড়ুকোন অভিনীত এই সিনেমাটির হিন্দি ভার্সন গত ২০ আগস্ট থেকে আর তামিল, তেলিগু, মালায়লামসহ অন্যান্য ভার্সন ২২ আগস্ট থেকে দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে।
ভারতীয় গণমাধ্যম ওয়ান ইন্ডিয়ার খবর অনুযায়ী, ছবিটির ওটিটি স্বত্ত্ব বিক্রি হয়েছে ২০০ কোটি রুপিতে।
মহাভারতে উল্লেখিত কুরুক্ষেত্রের যুদ্ধের দৃশ্য দিয়ে শুরু হয় সিনেমা। এরপর গল্প চলে যায় ২৮৯৮ খ্রিস্টাব্দে। ওই সময়ের রুক্ষ-শুষ্ক শহর কাশি এই সিনেমার পটভূমি; যেখানে স্বঘোষিত ঈশ্বর রাজা সুপ্রিম ইয়াসকিন একটি অত্যাধুনিক কমপ্লেক্সে থাকেন। রাজা সুপ্রিম এক নতুন পৃথিবী তৈরি করতে চান, যেখানে বিজ্ঞান ও পুরাণ মিলেমিশে একাকার। মানুষ ও রোবটের অত্যাধুনিক মেলবন্ধনে গড়ে উঠেছে নতুন সভ্যতা। কমপ্লেক্সের গবেষণাগারে বৈজ্ঞানিক পদ্ধতিতে সুমতির গর্ভে আসে সন্তান। এই সন্তানকে বাঁচিয়ে রাখতে লড়াই হয় অশ্বত্থামা ও ভৈরবের মধ্যে।
প্রভাস-দীপিকা ছাড়াও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, কমল হাসান ও কলকাতার শাশ্বত চ্যাটার্জি।