ঢালিউড সুপারস্টার শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা ‘তুফান’ অবশেষে মুক্তি পেয়েছে মালয়েশিয়ায়। গেল ২৩ আগস্ট থেকে সিনেমাটি চলছে দেশটির বেশ কয়েকটি থিয়েটারে। সেগুলোতে খুব ভালো সাড়া পাচ্ছে সিনেমাটি।
মালয়েশিয়ান ডিস্ট্রিবিউশন কোম্পানি জেটিজি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. রাসেল বার্তা২৪.কমকে জানিয়েছেন, সিনেমাটি মালয়েশিয়ার হলগুলোতে হাউজফুল যাচ্ছে। তুফান মুক্তি দিয়ে আমরা আনন্দিত।
মুক্তির আগেই ছবিটি নিয়ে মালেয়েশিয়ার প্রবাসী বাঙালিদের মধ্যে ছিল উন্মাদনা। তবে সেন্সর জটিলতার কারণে দুবার মুক্তির তারিখ পিছিয়ে যায় সেখানে। অবশেষে মুক্তির জন্য সেন্সর সার্টিফিকেট পায় ক’দিন আগে।
মো. রাসেল আরও জানান, মালয়েশিয়ায় ১১টি স্ক্রিণে প্রতিদিন ২৫টি শো চলছে তুফানের। সেগুলো হলো- কুয়ালালামপুর জিএসসিতে কুইল সিটি মল, এলএফএস কলিসিয়াম ও সুরিয়া কেএলসিসি, টিজিভির সানওয়ে পুত্র, জয়া শপিং সেন্টার, চেরাস সেন্ট্রাল ও বুকিট রাজা শেমেলিন ১, জহুর বাড়ু এলএফএস প্লাজার তাসেক সুদাই সিনেপ্লেক্স ও সুয়ারা সিনেমা পাসির গুদাং সিনেপ্লেক্সে, আইপিওএইচ এলএফসের সেরি কিন্তা, পেনাং শহরের বায়ান লেপাসের এলএফএস বুকিত জাম্বুল।
অনলাইনে টিকিট কাটার জন্য টিজিভির এলএফএস সিনেমাস, জিএসসি এবং সুয়ারা স্ক্রিণ সিনেমার অ্যাপস ও ওয়েবসাইটে চোখ রাখতে হবে।
তুফান’ ছবিটি নির্মাণ করেছেন রায়হান রাফি। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন দুই বাংলার দুই নায়িকা নাবিলা ও মিমি চক্রবর্তী। সিনেমাটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু প্রমুখ।
গত ঈদুল আজহায় ‘তুফান’ মুক্তি পায় ঢাকায়। পরে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, সুইডেন, ফ্রান্স, পর্তুগাল, ইউএসএ, কানাডা, ইউকে, নেদারল্যান্ডস, ইইউই, ওমান, কাতার, বাহরাইন, ভারত ও সিংগাপুরেও ছবিটি মুক্তির খবর পাওয়া গিয়েছিল।