প্রথমবার টাঙ্গুয়ার হাওরে সপ্তাহব্যাপী ফোক ফেস্ট

সুরতাল, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2024-09-12 20:18:04

হাওর এলাকা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, তার সমৃদ্ধ ফোক কালচারের জন্যও সমাদৃত।

ঐতিহ্যগতভাবেই লোকসঙ্গীতের সাম্রাজ্য হিসেবে বিখ্যাত হাওর জনপদের ভাটি অঞ্চল। মরমী সাধক হাসন রাজা, ধামাইল গানের জনক রাধারমণ দত্ত, বাউল সম্রাট শাহ আব্দুল করিম, কাটা বিচ্ছেদি গানের জন্যখ্যাত উকিল মুন্সী কিংবা দুরবিন শাহের আবির্ভাব হয়েছে এই জল ও জোছনার ছোট্ট জনপদে। বাউল সঙ্গীতের এই মুকুটহীন সম্রাটদের গানকে যারা কন্ঠে ধারণ করেন আর অন্তরে লালন করে চলেছেন, এমন লোকসঙ্গীত শিল্পীদের সম্মিলনেই এই আয়োজন।

তাই হাওর পর্যটনে নতুন মাত্রা যোগাতে ফোক ফেস্টিভ্যালের আয়োজন করেছে টাঙ্গুয়ার হাওরের নৌ-পর্যটন উদ্যোক্তারা। ‘মাটির গন্ধে ভাটির গান’ এই স্লোগান নিয়ে সপ্তাহব্যাপী এই ফোক ফেস্ট চলবে আগামী ১৩ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। ‘টাঙ্গুয়ার হাওরে ফোক ফেস্ট ২০২৪’ নামের এই আয়োজনে থাকছে স্থানীয় লোকসঙ্গীত শিল্পীর পাশাপাশি নৌ পর্যটনকর্মীদের মাঝে থাকা লোকসঙ্গীত ও যন্ত্রসঙ্গীত শিল্পীরা। অন্যতম আকর্ষণ হিসেবে থাকবে জনপ্রিয় ব্যান্ডদল ‘কৃষ্ণপক্ষ’, ‘আপনঘর’, সোনার বাংলা সার্কাস ব্যান্ড-এর প্রবর রিপন, সোহাগ শ্রাবণ ও ‘দোতং পাহাড়’ গানখ্যাত সোহান আলীর পরিবেশনা।

মাঝ হাওরে জলবেষ্টিত মঞ্চে আয়োজিত অভিনব এই উৎসবটি নৌকায় থেকেই উপভোগের সুযোগ মিলবে। উৎসব চলাকালীন সময়ে কেবল নিবন্ধিত হাউজবোটগুলোতে থাকা পর্যটকদের জন্যে উন্মুক্ত থাকছে আয়োজনটি।

মূলত হাওর পর্যটনের ২ দিন ১ রাতের প্যাকেজগুলোর সাথে মিল রেখেই ১৩ তারিখ সন্ধ্যা থেকে থেকে শুরু করে ১৪ তারিখ রাতের প্রথম প্রহর, ১৫ তারিখ সন্ধ্যা থেকে শুরু হয়ে ১৬ তারিখের প্রথম প্রহর ও ১৭ তারিখ সন্ধ্যা থেকে শুরু হয়ে ১৮ তারিখ রাতের প্রথম প্রহর পর্যন্ত তিনটি আলাদা পর্বে উদযাপিত হবে এ বছরের আয়োজন। ‘টাঙ্গুয়ার হাওরে ফোকফেস্ট-২০২৪’ আয়োজকদের মধ্যে রয়েছে ‘জলের গান’, ‘তরী ময়ূরাক্ষী’ এবং ‘ফ্লোটিং হাউজ অফ টাঙ্গুয়া’। এছাড়াও এই আয়োজনে হসপিটালিটি পার্টনার হিসেবে থাকছে ‘মহাজনের নাও’, ‘ডোঙ্গা’, ‘জলপদ্ম’, ‘ফ্যান্টাসি অফ টাঙ্গুয়া’সহ বেশকিছু হাউজবোট।

আয়োজন সম্পর্কে ‘মহাজনের নাও’-এর মাসুক উর রহমান বলেন, ‘১২ সেপ্টেম্বর বাউল সম্রাট শাহ আব্দুল করিমের প্রয়াণ দিবস ও ১৭ সেপ্টেম্বর ভরা পূর্ণিমাকে সামনে রেখে লোকসংগীত, হাওর আর জ্যোছনা উদযাপনের মিশেলে পর্যটকদের এক অনন্য অভিজ্ঞতা দিতেই এই আয়োজন। প্রথমবারের মতো হতে চলা এই উৎসব নিয়মিতভাবেই আয়োজন করা হবে।’

তিনি আরও বলেন, ‘সৌন্দর্য পিপাষু বাঙ্গালির প্রাণের অনুষঙ্গ আমাদের লোকগানের অফুরান ভান্ডার। এই মনের খোরাকের দুইটি অনুষঙ্গকে আনুষ্ঠানিক রূপ দিতেই এই আয়োজন। এতে যেমন ভাটিবাংলার লোকগানের শুদ্ধ চর্চার প্রসার ঘটবে, তেমনি সাংস্কৃতিক পর্যটনের এক নতুন দুয়ার খুলে যাবে হাওরকেন্দ্রিক নৌপর্যটনে, এমন লক্ষ্যেই এই আয়োজন করা।’

দর্শনীয় স্থান ও গানের পাশাপাশি থাকবে মুখরোচক খাবার আর আকর্ষণীয় বিলাসবহুল হাউজবোটে করে নৌবিহার। অনুষ্ঠানের মূল পর্ব আয়োজন হবে তাহিরপুর উপজেলার টেকেরঘাটের একটি ভাসমান রিজোর্ট ‘মেঘদূত’-এ। এই আয়োজন নিয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন নিচের ফেইসবুক পেজে-

https://www.facebook.com/events/1429020204439406 

এ সম্পর্কিত আরও খবর