নাচতে পারি আর না পারি আমাকে নাচাতেই হবে: ফাহমিদা নবী

সুরতাল, বিনোদন

মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2024-09-20 17:53:57

দীর্ঘ সঙ্গীত ক্যারিয়ার দারুণ ব্যস্ততার সঙ্গে পার করেছেন ফাহমিদা নবী। উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় গান। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

বরাবরই রেকর্ডিং আর স্টেজ শো সমানতালে চালিয়ে গেছেন। শুধু দেশে নয়, মাতিয়েছেন বিদেশের অনেক বড় বড় মঞ্চ। তার আবেদনমাখা গায়কীতে বুঁদ হয়ে গেছেন মিলনায়তন ভরা দর্শক।

অথচ সেই গায়িকারই নাকি স্টেজ ভীতি তৈরী হয়েছে! এটা মানা যায়? কিন্তু ঘটনাটি সত্যি। কারণ এই তথ্য দিয়েছেন ফাহমিদা নবী নিজেই।

ফাহমিদা নবী । ছবি: আবুল কালাম আজাদ

বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে ফাহমিদা নবী বলেন, ‘‘সত্যি আমার ইদানিং স্টেজ ভীতি হয়েছে। তাই অনেক স্টেজ শো এরমধ্যে বিনয়ের সঙ্গে ‘না’ করে দিয়েছি।’’

কেন এমনটা হলো জানতে চাইলে প্রখ্যাত এই সঙ্গীত তারকা বলেন, ‘আসলে আমি এখনকার দর্শককে নিয়ে খুব চিন্তিত। তারা সবাই শুধু নাচতে চাইছে! শোতে এলেই যেন দর্শকের একমাত্র কাজ উদ্যম নাচানাচি করা! আর তাদের মন রাখতে শোয়ের শুরুতেই দেখি মিউজিশিয়ানরা ধামা ধাম বাজাচ্ছে, মানে উত্তেজিত মিউজিক। প্রত্যেকটি শিল্পীকেও ভাবতে হচ্ছে, যে করেই হোক দর্শককে নাচাতে হবে। আমি নাচতে পারি আর না পারি আমাকে নাচাতেই হবে। এটা যে সব শিল্পীর জন্য একটা যন্ত্রণা এটাও আমি বুঝি। কারণ সব শিল্পীরই ক্ষুধা থাকে একটা ভালো গান করার, দর্শককে সেটি শোনানোর। কিন্তু দর্শক ধরে রাখতে হলে তাকে নাচতেই হবে। কিন্তু আমি তো সেই দলের নই। আমি তো নৃত্যশিল্পী নই। আমি গায়িকা। গান গাওয়া আমার কাজ। ফলে যতো অস্থিরতা বাড়ছে আমি আরও ধীর স্থির হচ্ছি। আমার গান আরও শান্ত, আরও মিনিংফুল করার চেষ্টা করছি। তাই যে সব স্টেজ শো’র দর্শক নাচতে চায় সে সব শো আমি করছিও না।’

ফাহমিদা নবী । ছবি: আবুল কালাম আজাদ

‘দর্শককে নিয়ে চিন্তিত’, এই কথাটিও ব্যাখ্যা করেছেন ফাহমিদা। তিনি বলেন, ‘গান হলো শোনার বিষয়। মন দিয়ে উপলব্ধি করার বিষয়। গানের কথা, সুর, গায়কী আর সঙ্গীতায়োজন মিলে দর্শক শ্রোতা এক ভিন্ন আবেশে হারিয়ে যাবেন এটাই তো গান। কিন্তু এখনকার বেশিরভাগ দর্শকের মধ্যে সেই স্থিরতা নেই। গান শোনার যে একাগ্রতা সেটি হারিয়ে যাচ্ছে গোটা একটা জেনারেশনের, এটা ভাবতেই খারাপ লাগে। আমি সব স্টেজে গাইতে পারছি না সেটার চেয়ে দর্শকের যে অবক্ষয় তা নিয়ে বেশি খারাপ লাগে। আমি তো স্টেজ বুঝে গাইছি, যেখানে স্থির দর্শক পাই সেখানে গাইছি। কিন্তু দর্শক শ্রোতারা যে সঙ্গীতের আস্বাদন থেকে বঞ্চিত হচ্ছে এই ব্যাপারটা খুবই খারাপ লাগে।’

ফাহমিদা নবী । ছবি: আবুল কালাম আজাদ

এদিকে, অচিরেই নতুন গান হাজির হতে যাচ্ছেন ফাহমিদা নবী। ‘কাছের মানুষ কেন দূরে যায়’ শিরোনামের গানটি গাওয়ার পাশাপাশি সুরও করেছেন তিনি। কথা লিখেছেন ইলা মজিদ।

নতুন গানটি নিয়ে ফাহমিদা নবী বলেন, ‘গানটি অনেক আগেই গীতিকার ইলা আপা আমাকে দিয়েছিলেন। নানা ব্যস্ততার আর রেকর্ড করা হয়নি। কদিন আগে তিনি মনে আবার মনে করিয়ে দিলেন গানটির কথা। বললেন, নুমা তোমাকেই সুর করতে হবে। আমি আবার সুরের বেলায় খুব খুতখুতে। ইদানিং সেমি ক্ল্যাসিকাল, গজল- এই আঙ্গিকের সুরের দিকে আমার ঝোঁক। আমি নানা আঙ্গিকের চার-পাঁচটি সুর করেছিলাম। সুর করার সময় আমি ভেবে নিয়েছি রাস্তার মাঝে আমি একা দাঁড়িয়ে, চারপাশ দিয়ে কত মানুষ কতো রিকশা গাড়ি চলে যাবে। কেউ কাউকে দেখার নেই, সবাই ব্যস্ত। যারা কাছে ছিলো তারা দূরে চলে যাচ্ছে আর যারা দূরে ছিলো তারা আমার কাছ দিয়ে চলে যাচ্ছে। এমন কেন হয়? যে সুরটি অবশেষে বেছে নিয়েছি তাতে এই অনুভূতির বহিঃপ্রকাশ রয়েছে।’

ফাহমিদা নবী । ছবি: আবুল কালাম আজাদ

এ সম্পর্কিত আরও খবর