আদিবাসী নারী ব্যান্ডের ‘পরান প্রিয়’

সুরতাল, বিনোদন

বিনোদন ডেস্ক | 2023-08-31 08:20:25

২০১৬ সালের অক্টোবরে যাত্রা শুরু করে আদিবাসী নারীদের নিয়ে গড়া এফ-মাইনর। গানের মাধ্যমে বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংগীত ও সাংস্কৃতিক জীবনধারা তুলে ধরাই ব্যান্ডটির অন্যতম উদ্দেশ্য।

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বেরিয়েছে এফ-মাইনর ব্যান্ডের প্রথম মিউজিক ভিডিও। এর শিরোনাম ‘পরান প্রিয়’। এটি তারাই লিখেছেন। এতে বাংলা ও গারো ভাষার ব্যবহার রয়েছে।

প্রেমের গানটি সুর করেছেন জনপ্রিয় ব্যান্ড সোলসের পার্থ বড়ুয়া। আদিবাসীদের ভালোবাসার বহিঃপ্রকাশে ডিজিটাল প্রযুক্তির ছোঁয়া কীভাবে প্রভাবিত করছে, ‘পরাণ প্রিয়’র মিউজিক ভিডিওতে তা তুলে ধরা হয়েছে। বান্দরবানের মনোরম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জায়গাগুলোতে এর শুটিং হয়েছে।

ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান রবির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখা যাচ্ছে।

এফ-মাইনর ব্যান্ডের পাঁচ নারী সদস্য হলেন পিংকি চিরান (ভোকাল), নাদিয়া রিছিল (গিটার, উইকেলেলে, ভোকাল), গ্লোারিয়া মান্দা (লিড গিটার), লুসি চিছাম দিবা (কাজন), একিউ মারমা (কিবোর্ড)।

এ সম্পর্কিত আরও খবর