কলকাতায় বাংলাদেশের চলচ্চিত্র উৎসব

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-21 19:41:00

এপার-ওপার বাংলার সংস্কৃতির সম্পর্ককে আরও অটুট করতে কলকাতায় শুরু হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র উৎসব।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া চার দিনব্যাপী এ উৎসব চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) কলকাতা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার তৌফিক হাসান জানান, বাংলাদেশের চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। কলকাতার সাংস্কৃতিক কেন্দ্র নন্দন২-এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায়।

বাংলাদেশের চলচ্চিত্র উৎসবে দেখানো হবে বাংলাদেশের ২৩ টি চলচ্চিত্র। যার মধ্যে থাকছে, স্বপ্নজাল, দহন, রাজনীতি, পোস্টমাস্টার ৭১, পুত্র, আমাদের বঙ্গবন্ধু, হেডমাস্টার, ঘেটুপুত্র কমলাসহ বাংলাদেশের ২৩ টি চলচ্চিত্র।

এ সম্পর্কিত আরও খবর