হাসপাতালে ভর্তি নির্মাতা সালাউদ্দিন লাভলু

ছোটপর্দা, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 20:06:40

জনপ্রিয় নাট্য ও চলচ্চিত্র নির্মাতা এবং ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।

রোববার (১৭ ফেব্রয়ারি) রাতে তাকে রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

সূত্রে জানা যায়, দুই-তিন দিন যাবত সালাউদ্দিন লাভলু জ্বরে আক্রান্ত ছিলেন। শনিবার (১৬ ফেব্রুয়ারি) জ্বরের তাপমাত্রা আরও বেড়ে যায়। এরপর ল্যাবএইড হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায়, তার রক্তের প্লাটিলেট কমে গেছে। পরে রোববার রাতের দিকে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

তবে চিকিৎসক জানিয়েছেন, আতঙ্কের কিছু নেই। খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন তিনি।

বাংলাদেশের টিভি নাটকের একজন জনপ্রিয় নাট্য নির্মাতা ও অভিনেতা সালাউদ্দিন লাভলু। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় নাট্যকার হিসেবে সকলের কাছে অতি পরিচিত তিনি। প্রযোজনায় সাধারণত হাস্যরসাত্মকে এবং দর্শক-শ্রোতাদের কাছে অত্যন্ত জনপ্রিয়। 

সালাউদ্দিন লাভলুর  পরিচালনা করেছেন অসংখ্য জনপ্রিয় নাটক। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘ব্যস্ত ডাক্তার’, ‘গরুচোর’, ‘ভবেরহাট’, ‘ঘর কুটুম’, ‘আলতা সুন্দরী’, ‘রঙের মানুষ‘, ‘ঢোলের বাদ্য’।

এ সম্পর্কিত আরও খবর