বিয়ে করলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নীলা

, বিনোদন

মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2025-01-14 18:10:52

২০২৫ সালটা শুরু হয়েছে জনপ্রিয় শিল্পী তাহসানের বিয়ের খবরে। মাস পেরোনোর আগেই এবার শোবিজে আরও বিয়ের খবর সামনে এলো। জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩‘ শাম্মী ইসলাম নীলা ।

বিয়ের সাজে নীলা

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৩ এ বিজয়ীর মুকুট জেতেন তিনি। বর্তমানে ফ্যাশন ইনফ্লুয়েন্সার, মডেল শাম্মি ইসলাম নীলা। গতকাল (১৩ জানুয়ারি) বিয়ের দারুণ কিছু ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন নীলা। ক্যাপশনে লিখেছেন, ‘এটা একেবারেই সহজ ছিলো না। তারপরও আমরা এটাকে সম্ভব করেছি, আমরা এখন বিবাহিত।’

বিয়ের আসরে স্বামীর সঙ্গে নীলার রোমান্টিক মুহূর্ত

তবে তিনি তবে, কাকে বিয়ে করেছেন তার তার কিছুই জানাননি। বিষয়টি নিয়ে কথা বলার জন্য নীলার সঙ্গে বার্তা২৪.কম থেকে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

বিয়েতে লাল টুকটুকে হেভি কাজ করা লেহেঙ্গা বেছে নিয়েছেন নীলা। পোশাকটি লাক্সারিয়াস ফ্যাশন ব্যান্ড ‘সভ্যতা’ থেকে নেয়া

তবে নীলা সোশ্যাল মিডিয়ায় নিয়মিত আপডেট দিচ্ছেন। এই যেমন, তার বিয়ের ছবি প্রকাশ করেছে মিস ওয়ার্ল্ড-এর অফিসিয়াল ফেসবুক পেজ। বিষয়টি নিয়ে নীলা বেশ গর্ব অনুভব করছেন।

নীলা বিয়ে করলেও এখনও কাজ চালিয়ে যাচ্ছেন। তাকে সর্বশেষ ১২ জানুয়ারিতেও ফেসবুক লাইভের মাধ্যমে ব্র্যান্ডের প্রমোশন করতে দেখা গেছে।

মিস ওয়ার্ল্ড-এর অফিসিয়াল ফেসবুক পেজে নীলার বিয়ের ছবি

নীলার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএতে পড়াশোনা করছেন। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৩ এর মুকুট জেতা শাম্মি ইসলাম নীলা মিস ওয়ার্ল্ডের ৭১তম আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন। তবে নীলা এখনো শোবিজের মেইনস্ট্রিম কোন কাজ যেমন নাটক, চলচ্চিত্র কিংবা ওটিটিতে কাজ করেননি। তিনি সোশ্যাল মিডিয়াতেই নিজের ক্যারিয়ার সীমাবদ্ধ রেখেছেন। 

এ সম্পর্কিত আরও খবর