‘যদি একদিন’র প্রেক্ষাগৃহ বেড়ে ৩৩

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক | 2023-08-28 20:36:35

গত ৮ মার্চ নারী দিবসে মুক্তি পায় সংগীতশিল্পী তাহসান খান অভিনীত প্রথম ছবি ‘যদি একদিন’। প্রথম পরিসরে ছবিটি ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও এবার তার সংখ্যা বেড়ে ৩৩।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ সিনেমাটি মুক্তি পাওয়ার পরপরই দেশ-বিদেশে ব্যাপক ফেলে। আর এরই প্রেক্ষিতে হলের সংখ্যা বাড়ানো।

‘যদি একদিন’-এর নির্মাতা রাজ জানান, ছবিটি মুক্তির পর সব জায়গা থেকে অনেক সাড়া পাচ্ছি। প্রথমে ২২টি সিনেমা হল, এরপর বাইরের দেশেও ছবিটি মুক্তি দেওয়া হয়। আর এবার দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই আরও ১১টি প্রেক্ষাগৃহে ছবিটি দেওয়া হল। পর্যায়ক্রমে হলের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

এদিকে দেশ ছাড়িয়ে বিদেশেও যাচ্ছে ‘যদি একদিন’ আগামী ২২ মার্চ কানাডা, ৩১ মার্চ অস্ট্রেলিয়া এবং এপ্রিলের প্রথম সপ্তাহে আমেরিকায় ছবিটি মুক্তি পাচ্ছে। এছাড়াও আগামী মাসে ফ্রান্স ও আয়ারল্যান্ডেও ছবিটি মুক্তির প্রক্রিয়া চলছে।

ছবিটিতে তাহসানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা শ্রাবন্তী। আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, সাবেরি আলম, আনন্দ খালেদ, সুজাত শিমুল, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, নাজিবা বাশার প্রমুখ। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী আফরিন শিখা রাইসা।

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘যদি একদিন’ ছবিটি যৌথভাবে চিত্রনাট্য করেছেন আসাদ জামান ও নির্মাতা রাজ। গান করেছেন তাহসান, কোনাল, ইমরান, ন্যান্সি, হৃদয় খান, পড়শি ও নাভেদ পারভেজ।

দ্বিতীয় সপ্তাহেও ছবিটি দেখা যাবে ঢাকার স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার), ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক), বলাকা , মধুমিতা, চিত্রামহল, শ্যামলী , শাহিন, শঙ্খ (খুলনা), লিবার্টি (খুলনা), নন্দিতা (সিলেট), অভিরুচি (বরিশাল), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), আলমাস (চট্টগ্রাম), ছায়াবানী (ময়মনসিংহ), রূপকথা (পাবনা), মণিহার (যশোর), সেনা (সাভার), পান্না (মুকতারপুর), রানিমহল (ডেমরা), চম্পাকলি (টঙ্গি), নিউ মেট্রো (নারায়নগঞ্জ)। নতুন করে দেখা যাবে মধুমতি (ভৈরব), চাদমহল (কাচপুর), রুপকথা ( শেরপুর), হিরা মন (নেত্রকোণা), বনলতা (ফরিদপুর), বর্ষা (জয়দেবপুর), সোনিয়া (বগুড়া), রাজ (কুলিয়ারচর), কেয়া (টাঙ্গাইল), মডার্ণ (দিনাজপুর), মমো ইন (বগুড়া), ঝঙ্কার (পাচদোনা)।

এ সম্পর্কিত আরও খবর