‘পাসওয়ার্ড’ বাংলাদেশে আরেকটি ইতিহাস গড়বে

সিনেমা, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 08:00:47

সময়ের আলোচিত অভিনেতা শাকিব খান, আর তার সাথে জুটি বেঁধে দর্শকদের বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন অভিনেত্রী বুবলি। এবারও সেই ধারাবাহিকতায় নির্মাতা মালেক আফসারীর পরিচালনায় ‘পাসওয়ার্ড’ সিনেমায় একসঙ্গে দেখা যাবে তাদের।

১ মার্চ থেকে শুরু হয় ‘পাসওয়ার্ড’ ছবির শুটিং। টানা ১৮ দিনের মত চলছে শুটিংয়ের কাজ। আসছে ঈদে মুক্তি পাবে বিগ বাজেটের এ ছবিটি।

ছবিটির সহ-প্রযোজক এমডি ইকবাল বার্তা২৪.কমকে বলেন, `বাংলাদেশের ইতিহাসে পাসওয়ার্ড আরেকটি ইতিহাস গড়বে। ইতোমধ্যে ছবিটির ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। উত্তরা, শ্যামলী, বছিলায় সিনেমাটির শুটিং শেষ করে বর্তমানে এফডিসিতে এর শুটিং শুরু হয়েছে। আর গানের শুটিং দুবাই ও তুর্কিতে হওয়ার সম্ভাবনা রয়েছে।‘

নির্মাতা মালেক আফসারী বার্তা২৪.কমকে বলেন, `কোনো প্রেমের গল্প নয়, ফ্যামিলির গল্প নয়, সামাজিক কোনো গল্পও নয়। তবে কী ধরনের গল্প নিয়ে এটি নির্মিত তা জানতে হলে আরও কিছুদিন দর্শকদের অপেক্ষা করতে হবে। এতটুকু বলা যায় এটি একটি অ্যাকশন টাইপের ছবি।‘

তিনি আরও বলেন, `দিন-রাত পরিশ্রম করে এই সিনেমাটি তৈরি হচ্ছে। এর আগে টানা ২৭ ঘণ্টা কাজ করা হয়েছে। ‘পাসওয়ার্ড’ ছবিটিই কলকাতাকে দেখিয়ে দেবে যে বাংলাদেশও পারে ভাল কিছু নির্মাণ করতে।‘

‘পাসওয়ার্ড’ মালেক আফসারীর ২৪তম ছবি। এর আগে তিনি বেশ কয়েকটি জনপ্রিয় ছবি নির্মাণ করেছেন। এছাড়া ‘মরণ কামড়‘, ‘আমি জেল থেকে বলছি‘, ‘এই ঘর এই সংসার‘, ‘লাল বাদশা‘, ‘বোমা হামলা‘ অন্তরজ্বালাসহ আরও কয়েকটি জনপ্রিয় ছবির নির্মাতা তিনি।

‘পাসওয়ার্ড’ নির্মিত হবে এসকে ফিল্মসের (শাকিব খান ফিল্মস) ব্যানারে। ‘হিরো দ্য সুপারস্টার’ ছবির সাফল্যের পর ‘পাসওয়ার্ড’ ছবিটি তার দ্বিতীয় প্রযোজনার ছবি।

এ সম্পর্কিত আরও খবর