১৯৬ শো নিয়ে কানাডায় ‘যদি একদিন’

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক | 2023-08-26 04:27:48

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ সিনেমাটি এখন দেশ ছাড়িয়ে পাড়ি জমাচ্ছে বিদেশের মাটিতে। তাও আবার প্রথম সপ্তাহে যাত্রা শুরু করবে ৮টি প্রেক্ষাগৃহে ১৯৬টি শো নিয়ে।

শুক্রবার (২২ মার্চ) আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো’র পরিবেশনায় কানাডা দিয়েই যাত্রা শুরু করবে ‘যদি একদিন’।

‘যদি একদিন’ ছবিটি দেখা যাবে কানাডার সিনেপ্লেক্স এগিন্টনটাউন সেন্টার, ওয়ার্ডেন অ্যান্ড এগিন্টন (মিসিসাগা), সিনেপ্লেক্স কোর্টনিপার্ক ড্রাইভ ইস্ট (অটোয়া), সিনেপ্লেক্স স্কসিয়াব্যাঙ্ক থিয়েটার, গোউচেস্টার (ক্যালগেরি), সিনেপ্লেক্স সানরিজ স্পেকট্রাম (এডমন্টন), সিনেপ্লেক্স সিনেমা সিটি মুভিজ ১২ (উইনিপেগ), সিনেপ্লেক্স সিনেমাসিটি নর্থগেইট (গ্রেটার ভ্যানকুভার), সিনেপ্লেক্স স্ট্রবেরিহিল, সারে (সাস্কাটুন), সিনেপ্লেক্স অডিওন, ৩৫১০৮ স্ট্রিট ইস্ট এই ৮টি প্রেক্ষাগৃহে।

গত ৮ মার্চ দেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘যদি একদিন‘। দর্শকের চাহিদা মেটাতে এরপর দ্বিতীয় সপ্তাহে প্রেক্ষাগৃহের সংখ্যা বাড়িয়ে ৩৩ করা হয়। আর এখন বিদেশে যাচ্ছে জনপ্রিয় ছবিটি।

এর আগে কানাডায় বাংলাদেশি সিনেমার ব্যবসায় ‘আয়নাবাজি’র রেকর্ড ভাঙ্গে দেবী। এবার হয়তো ‘দেবী’র রেকর্ড ভাঙতে যাচ্ছে পারিবারিক গল্পে নির্মিত ‘যদি একদিন’।

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘যদি একদিন’-এই প্রথমবার বড় পর্দায় অভিনয় করে বাজিমাত করেন ছোট পর্দার অভিনেতা তাহসান। তার বিপরীতে অভিনয় করেন শ্রাবন্তী। এছাড়াও অভিনয় করেছেন তাসকিন রহমান, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশারসহ অনেকে। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী আফরিন শিখা রাইসা।

এ সম্পর্কিত আরও খবর