নারীদের জন্য ‘গ্রামের নাম সুবর্ণপুর’

ছোটপর্দা, বিনোদন

বিনোদন ডেস্ক | 2023-08-27 22:38:46

মাতৃত্বকালীন সেবা, মা ও শিশু পরিচর্যা, বাল্যবিবাহ রোধসহ সরকারের জনসচেতনতামূলক বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড নিয়ে তৈরি হলো একটি ধারাবাহিক নাটক। এর নাম রাখা হয়েছে ‘গ্রামের নাম সুবর্ণপুর’। বিষয়বস্তুই বলছে, নারীদের কল্যাণের কথা বলবে এটি।

এ নাটকে অভিনয় করেছেন শবনম ফারিয়া, সমাপ্তি মাশুক, এস এম মহসীন, জ্যোতিকা জ্যোতি, শারমিন আঁখি, সাইকা আহমেদ, শিরিন আলম, খায়রুল আলম টিপু, মুকুল সিরাজ, নিশাত প্রিয়ম, সিজান, মনীষা সিকদার প্রমুখ।

পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিবেদিত ‘গ্রামের নাম সুবর্ণপুর’-এর প্রথম পর্ব চ্যানেল আইতে প্রচারিত হবে বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। ৪০ পর্বের ধারাবাহিকটি আগামী ২৯ মার্চ থেকে প্রতিদিন দেখা যাবে বিকেল ৫টা ৩০ মিনিটে।

মঙ্গলবার (২৬ মার্চ) চ্যানেল আই ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন আইইএম ইউনিট পরিচালক ও আইইসি পরিচালক যুগ্ম সচিব আশরাফুরন্নেছা।

এ সময় ছিলেন এক্সপ্রেশন্স লিমিটেডের হেড অব ক্রিয়েটিভ অ্যান্ড সোশ্যাল ত্রপা মজুমদার, চ্যানেল আইয়ের জেনারেল ম্যানেজার (অনুষ্ঠান বিভাগ) আমীরুল ইসলাম ও নাটকটির নির্মাতা বাশার জর্জিস।

এ সম্পর্কিত আরও খবর