‘এখনও তার (ঋষি কাপুর) চিকিৎসা চলছে। তবে আগের থেকে অনেকটা ভালো আছেন। তিনি এখন সম্পূর্ণ ক্যান্সার মুক্ত। আর কয়েকটি কোর্স রয়েছে সেগুলো শেষ করে শিগগিরই মুম্বাই ফিরবেন।’ সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাইয়ের শারিরীক অবস্থা প্রসঙ্গে এমনটাই জানালেন অভিনেতা রণধীর কাপুর।
চিকিৎসার জন্য গত বছরের শেষ দিকে লন্ডনে পাড়ি জমান ঋষি কাপুর। কিন্তু বলিউডের বর্ষীয়ান এই অভিনেতা কিসের চিকিৎসা নিতে সেখানে গিয়েছেন সেটি ছিলো অজানা।
পরে এ বছরের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে নীতু কাপুর লিখেছিলেন, ‘কোনও রেজোলিউশন নেই এই বছরে। আমি চাই দূষণের মাত্রা কম হোক। আশা করি পরবর্তী সময়ে ক্যান্সার শুধুমাত্র রাশির চিহ্ন হিসেবেই থাকুক। হিংসা নয়, দারিদ্র্য নয়। থাকুক প্রচুর ভালোবাসা আর খুশি। সঙ্গে জরুরি সুস্বাস্থ্য।’
নীতুর এই স্ট্যাটাসের পরই জানা যায়, ঋষি কাপুর ক্যান্সারে আক্রান্ত।
শুধু ঋষি কাপুর নয়, বলিউড অভিনেতা ইরফান খান, অভিনেত্রী মণীষা কৈরালা ও সোনালি বেন্দ্রেও মরণব্যধি ক্যান্সারের সঙ্গে লড়াই করে জয়ী হয়েছেন।
বড় পর্দায় সবশেষ ‘মূলক’ ছবিতে দেখা গেছে ঋষিকে। এতে সহশিল্পী ছিলেন নতুন প্রজন্মের অভিনেত্রী তাপসী পান্নু। তবে বক্স অফিসে সফলতা পায়নি ছবিটি।