রোমান্টিক গানের অতুলনীয় শিল্পী, সংগীত জাদুকর মান্না দে’র মূল নাম প্রবোধ চন্দ্র দে, যাকে অনেকেই বলেন আধুনিক বাংলা গানের রাজপুত্র। জন্ম পহেলা মে, ১৯১৯ সাল। আজ তার ৯০তম জন্মদিনে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বাংলা গানের শ্রোতারা তাকে স্মরণ করছে সংগীতের সুর ও লহরীতে।
তার জন্মস্থান অবিভক্ত বাংলার কলকাতা শহর। শিক্ষা ও সংগীতের তালিম নেন তিনি কলকাতাতেই। পঞ্চাশ ও ষাট দশকের আধুনিক বাংলা গানের উজ্জ্বল তারকা তিনি। বর্ণাঢ্য সংগীত জীবনে সাড়ে তিন হাজারেরও বেশি গান গেয়ে রেকর্ড করেছিলেন। অর্জন করেছেন পদ্মশ্রী, পদ্মবিভূষণ, দাদাসাহেব ফালকে ও বঙ্গবিভূষণ সম্মাননা। সেই সঙ্গে অসংখ্য শ্রোতার অপরিসীম ভালোবাসা তো রয়েছেই।
১৯৪৩ সালে বোম্বের ‘তামান্না’ চলচ্চিত্রে বিখ্যাত গায়িকা ও নায়িকা সুরাইয়ার সঙ্গে গান গেয়ে মান্না দে’র অভিষেক হয়। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বাংলা, হিন্দি, মারাঠি, গুজরাতিসহ বিভিন্ন ভাষায় গান গেয়ে জয় করেছেন শ্রোতাদের হৃদয়।
১৯৫৩ সালে কেরালার মেয়ে সুলোচনা কুমারনকে বিয়ে করেন মা্ন্না দেন। ৫০ বছরেরও বেশি সময় বোম্বের কাটানোর পর বেঙ্গালুরুর কালিয়ানগর এলাকায় বসবাস করেন তিনি। মারাও যান দক্ষিণ ভারতের সেই শহরেই।
২০১৩ সালের ২৪ অক্টোবর তারিখটি ছিল বাংলা পৌষ মাসের কাছাকাছি অগ্রহায়নের একটি দিন। যে দিনে প্রয়াত হয়েছিলেন আধুনিক বাংলা গানের রাজপুত্র মান্না দে। মৃত্যুতেও তিনি মনে করিয়ে দেন তার প্রিয় গানের অবিস্মরণীয় লাইনগুলো: ‘পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন/ফিরে আর আসবে কি কখনো…।
কাজের প্রয়োজনে নানা স্থানে থাকলেও বাংলা ভাষা, গান ও বাংলার সঙ্গে কখনোই তার বিচ্ছেদ ঘটেনি। ‘কফি হাউসের সেই আড্ডাটা’, ‘আবার হবে তো দেখা’, ‘এই কূলে আমি আর ওই কূলে তুমি’, ‘তীর ভাঙা ঢেউ আর নীড় ভাঙা ঝড়’, ‘যদি কাগজে লেখো নাম’, ‘সে আমার ছোট বোন’, ‘যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে’, ‘খুব জানতে ইচ্ছে করে’ ইত্যাদি গানে তিনি আজো বাঙালি শ্রোতার চিত্তে অমর হয়ে আছেন।
ঈর্ষণীয় জনপ্রিয়তা, সম্মান ও ভালোবাসার অধিকারী মান্না দে আজ থেকে ৯০ বছর আগে তপ্ত বৈশাখের একটি খর দিনে জন্ম নিয়ে পৌষের কাছাকাছি একটি দিনে বাংলা থেকে বহুদূরে দক্ষিণ ভারতের বেঙ্গালুরুর নারায়ণা হৃদয়ালয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। প্রখর গ্রীষ্মের প্রহরে কিংবা পৌষের কাছাকাছি রোদমাখা হালকা শীতের দিনগুলোতে তার কথা বাঙালির মনে পড়বেই। মনে পড়বে তার চিরায়ত গানগুলো।
অমর শিল্পীর জন্মদিনে বার্তা২৪.কমের সশ্রদ্ধ শুভেচ্ছা। বার্তা২৪.কমের আর্কাইভের একটি ভিডিও ক্লিপের মাধ্যমে স্মরণ করি এই অনন্য সংগীত প্রতিভাকে।