থিয়েটার আর্ট ইউনিটের নতুন নাটক ‘সুতায় সুতায় হ্যানা ও শাপল’ মঞ্চায়ন হবে সুইডেনে। দেশটির রাজধানী স্টকহোমে আগামী ১০ ও ১১ মে ফরিয়া থিয়েটার এই দুটি প্রদর্শনীর আয়োজন করছে।
পৃথিবীর দুই প্রান্তের দেশ বাংলাদেশ ও সুইডেনের একজন করে নারীর উপাখ্যান নিয়ে সাজানো হয়েছে ‘সুতায় সুতায় হ্যানা ও শাপল’। হ্যানা বিংশ শতাব্দীর দ্বারপ্রান্তে জন্ম নেওয়া সুইডেনের এক সূচশিল্পী। আর শাপলা বাংলাদেশের তৈরি পোশাক কারখানার শ্রমিক। নাটকটি এই দুই মৃত নারীর পরস্পরের গল্পকথন।
ইতোমধ্যে ঢাকায় ‘সুতায় সুতায় হ্যানা ও শাপল’-এর দুটি প্রদর্শনী হয়েছে। গত ২৬ এপ্রিল ঢাকার নাটক সরণির (বেইলি রোড) মহিলা সমিতি মঞ্চে ছিল উদ্বোধনী মঞ্চায়ন। বৃহস্পতিবার (২ মে) একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় দ্বিতীয় প্রদর্শনী।
নাটকটি নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবী। নাটকটি লিখেছেন তারই কন্যা আনিকা মাহিন একা। হ্যানা চরিত্রে সঙ্গীতা চৌধুরী ও শাপলার ভূমিকায় অভিনয় করেছেন মিতালী দাস। সূত্রধর হিসেবে আছেন সুজন রেজাউল। মূল গায়েন চরিত্রের অভিনেতা সেলিম মাহবুব সঙ্গীত পরিকল্পনা করেছেন।