জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর প্রেম-বিরহের বাইরেও গেয়েছেন ভিন্ন স্বাদের কিছু গান। এরই ধারাবাহিকতায় এবার তিনি কণ্ঠে তুলেছেন রোজা নিয়ে গান। এর নাম ‘রোজা মানে’।
আত্মশুদ্ধির মাস রমজানে মুসলমানদের দৈনিক রুটিনে বেশ পরিবর্তন আসে। চারপাশের সেই চিত্রটা ফুটে উঠেছে আসিফের নতুন এই গানে। পাশাপাশি সংযমের শিক্ষা নিয়ে পথচলার বার্তাও দেওয়া হয়েছে গানটিতে। জনপ্রিয় লেখক সাদাত হোসাইনের রচনায় এর সুর-সংগীতায়োজন করেছেন কিশোর।
‘রোজা মানে’ গান নিয়ে আসিফ আকবর বলেন, 'মানুষ মাত্রই সমান, ভেদাভেদ নেই। আত্মশুদ্ধির মাস রমজানে এই উপলব্ধিটা সুন্দরভাবে লিখেছেন সাদাত হোসাইন। আশা করি, গানের মূল বার্তাটুকু আমরা মনে রাখবো।'
বাংলাঢোলের প্রযোজনায় ‘রোজা মানে’ গানটির ভিডিও তৈরি করেছেন হৃদয় চৌধুরী। ১৫ মে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে এটি উন্মুক্ত করা হয়েছে। পাশাপাশি এটি উপভোগ করা যাচ্ছে দেশের জনপ্রিয় স্ট্রিমিং অ্যাপ বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, এয়ারটেলস্ক্রিন ও টেলিফ্লিক্সে।