বাবার একমাত্র ছেলে তিনি। সংগীত জগতে হাঁটার জন্য ঠিক বাবার মতো করেই নিজেকে প্রস্তুত করা শুরু করে দিয়েছিলেন। বাপ-বেটা মিলে একসঙ্গে গিটার বাজিয়ে বিমুগ্ধ করে দিয়েছিলেন কোটি দশর্কের হৃদয়।
ভাগ্যের নির্মম পরিহাস। গত বছরের অক্টোবরে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমায় ছেলেটির বাবা। তবুও হাল ছাড়তে নারাজ ছেলেটি। বাবা নেই তো কি হয়েছে? বাবার দেখানো স্বপ্ন এখনও নিজের মধ্যে লালন করছেন ছেলেটি। কথা হচ্ছে- বাংলাদেশের রকস্টার আইয়ুব বাচ্চু ও তার ছেলে আহনাফ তাজওয়ার আইয়ুবকে নিয়ে।
শনিবার (১৮ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন আইয়ুব বাচ্চুর ছেলে আহনাফ তাজওয়ার আইয়ুব। যেখানে ডোক্কেন ব্যান্ডের ‘ইন মাই ড্রিমস’ গানটি গিটারের তালে ফুটিয়ে তুলতে দেখা গেছে আহনাফকে।
শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে আহনাফ লিখেছেন- ‘আমার স্বপ্নে তুমি এখনও জীবিত।’ ভিডিওটিতে পড়েছে এক হাজার লাইক। সেই সঙ্গে আহনাফের গিটার বাজানোর প্রশংসায় পঞ্চমুখ হয়ে মন্তব্য করেছেন অনেকে।
আহনাফ তাজওয়ার আইয়ুব এখন আছেন কানাডায়। পড়াশোনা করছেন ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ায়।